এর পাশাপাশি কলকাতার লেক গার্ডেন্সেও মন্ত্রীর বাড়িতে হানা দেয় সিবিআই৷ যদিও এই বাড়িগুলির কোনওটিতেই ছিলেন না মন্ত্রী৷ প্রতিটি জায়গাই তল্লাশির সময় ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী৷
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগেই প্রশাসনে ঝাঁকুনি? আজ নজরে মুখ্যমন্ত্রীর বৈঠক
অন্যদিকে মলয় ঘটকের একাধিক বাড়িতে তল্লাশির পাশাপাশি ডায়মন্ড হারবার রোডে প্রতীক দেওয়ান নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি শুরু করেছে সিবিআই৷ কয়লা পাচার কাণ্ডে এই ব্যবসায়ীর নামও উঠে এসেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর৷ এ ছাড়াও কলকাতার বন্ডেল রোডে অনিল কেডিয়া নামে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই৷
advertisement
মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মন্ত্রী এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন৷ মন্ত্রী যেখানে রয়েছেন, সেখানেও সিবিআই অভিযানের সম্ভাবনা রয়েছে বলে খবর৷
কয়লা পাচার কাণ্ডে কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছিল ইডি৷ এর আগে মলয় ঘটককেও দিল্লিতে ডেকে একবার জেরা করেছিল ইডি৷ কিন্তু তার পর থেকে একাধিকবার ইডি তলব করলেও হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক৷ এ দিন সকালে আচমকাই তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই৷
Sourav Tiwari
Dipak Sharma