এলাকায় ঝনটু বলে পরিচিত তাঁর বেসরকারি স্কুল ও কলেজ রয়েছে। কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল বলে সিবিআই সূত্রে দাবি। মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও সিবিআই হানা দেয়। বড়ঞার কুলি ও ডোমকলে চলছে সিবিআই তল্লাশি।
আরও পড়ুন: শাহের সভার পরদিনই ফের তৎপর সিবিআই, একাধিক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা
advertisement
তৃনমূলের কোচবিহার-২ ব্লকের একাধিক জায়গাতেও এদিন সিবিআই হানা দেয় বলে জানা গিয়েছে। ব্লক সভাপতি সজল সরকারের বাড়িতে ঢুকেও বেরিয়ে যান অফিসারেরা। বিধায়কের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, গরু পাচার মামলায় আগে জাফিকুলকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ডোমকলের পাশাপাশি বড়ঞাতেও চলছে তল্লাশি। সেখানে ঝনটু শেখের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘মোদি যেন বলেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি’, বঙ্গবাসীকে ‘হোমওয়ার্ক’ দিয়ে গেলেন অমিত শাহ
অমিত শাহের সভার পরদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। কলকাতায় বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই দল। ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য। অন্যদিকে, কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে। বিধাননগরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ, অদিতি মুন্সির স্বামী।
প্রণব বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F