সিবিআই অভিযান চলে বর্ধমান শহরের নামি চিকিৎসক তপন কুমার জানার বাস ভবনে। রাতভর একটানা অভিযান চলে। রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান। তবে ওই চিকিৎসক বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা ছিলেন বাড়িতে। তাঁর সঙ্গে কয়েক দফায় কথা বলেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে তারা।
advertisement
পুলিশ ও সিবিআই সূত্রে জানা গিয়েছে, সকালে চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় ২৪ লক্ষ টাকা, হিরে, সোনার গহনা-সহ মূল্যবান রত্ন উদ্ধার করে নিয়ে যায় সিবিআই। পাশাপাশি কম্পিউটারের হার্ডডিস্ক ও কিছু কাগজপত্র নিয়ে যায় সিবিআই তদন্তকারী দলের সদস্যরা। শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই অভিযান চালায় সিবিআই। রাতভর চলে অভিযান।
জানা গেছে, বর্তমানে চিকিৎসক তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের শারীরিক বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত। আর তার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা আরামবাগ মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগে রয়েছেন। তল্লাশির পর দেখা যায় বাড়ির ভেতরে কাগজপত্র সবই ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। আলমারি খোলা অবস্থায় রয়েছে।
আরও পড়ুন-দিঘার সমুদ্রে ‘বিপর্যয়’, থিকথিক করছে …! দলা-দলা এসব কী? পায়ের তলার একবার লাগলেই…, হুলস্থুল কাণ্ড!
ঠিক কী কারণে সিবিআইয়ের এই অভিযান সে ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি তপন কুমার জানার স্ত্রী সুস্মিতা জানা। সিবিআই কী কী বাজেয়াপ্ত করেছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে মন্তব্য করতে আমাদের নিষেধ করা হয়েছে। বর্ধমানের মিঠাপুকুর হাতিশাল অভিজাত এলাকা। এই এলাকার প্রাসাদোপম বাড়ি অপরাজিতা। এই বাড়িতেই থাকেন চিকিৎসক দম্পতি। সেখানেই রাতভর চলে সিবিআই অভিযান।