এ দিন দুপুরে বড়ঞার আন্দি গ্রামে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একই সময়ে মুর্শিদাবাদেরই রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতেও পৌঁছে তল্লাশি শুরু করে সিবিআই-এর অন্য একটি দল৷
আরও পড়ুন: মুর্শিদাবাদে তৃণমূলে ফাটল স্পষ্ট, বৈঠক ছেড়ে বেরোলেন ক্ষুব্ধ সাংসদ! কটাক্ষ অধীরের
আন্দি গ্রামে বিধায়কের বাড়ির মূল গেট বন্ধ করে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ গোটা বাড়ি ঘিরে রেখেছেন সিআরপিএফ জওয়ানরা৷
advertisement
বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷
সিবিআই আধিকারিকরা যখন হানা দেন, সেই সময় তৃণমূল বিধায়কের বাড়ির ভিতরেই ছিলেন দলের বড়ঞা ব্লক সভাপতি সামশের দেওয়ান, মহিলা নেত্রী তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধক্ষ টলি বেগম সহ দলের একাধিক নেতারা৷ সিবিআই আধিকারিকরা তাঁদেরও বাড়ি থেকে বেরনোর অনুুমতি দেননি৷ ফলে তৃণমূল বিধায়কের বাড়ির ভিতরে ওই নেতানেত্রীরাও আটকে রয়েছেন৷
বড়ঞার তৃণমূল বিধায়ক একাধিক চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েও চাকরি দেননি বলে অভিযোগ৷ কেন্দ্রীয় তদন্তকারীদের কাছেও সেই অভিযোগ পৌঁছেছিল বলে সূত্রের খবর৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতেই প্রথমবার বিধায়ক হয়েছেন জীবনকৃ্ষ্ণ সাহা৷