তাপস সাহা সহ বাকিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই, নির্দেশ আদালতের। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। গত বছর, তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা।
advertisement
আরও পড়ুন: 'একচুলও এগোয়নি তদন্ত', শুভেন্দুর বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা! চাপ বাড়ল বিরোধী দলনেতার
তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার স্বপক্ষে কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে যার জেরে তদন্তে আগ্রহী সিবিআই। এরপরই এদিন তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।
আরও পড়ুন: গরু পাচার মামলায় ভয়ঙ্কর ঘটনা! বিজেপি নেতার ছেলেকে নিয়ে মারাত্মক অভিযোগ
এদিন তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানার সময় গোটা বাড়ি চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয় বাড়ির গেট। যদিও তাঁর বিরুদ্ধে সিবিআই নির্দেশ দেওয়ার পরই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তৃণমূল বিধায়ক। বলেন, ''দিদি আমাকে ভালবাসে, অন্যদের কেউ সেভাবে ভালবাসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু দেখা করতে দেওয়া হয়নি।'' পাশাপাশি, দলের একাংশের বিরুদ্ধেই ফের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার কি আরও এক তৃণমূল বিধায়ক পড়তে পারেন গ্রেফতারির আওতায়, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।