মলয় ঘটকের আসানসোলের বাড়ির পাশাপাশি কলকাতাতেও কয়লা পাচার কাণ্ডে আজ সকাল থেকে অভিযান শুরু করেছে সিবিআই৷ ডায়মন্ড হারবার রোডে এক ব্যবসায়ীর বাড়ি সহ তিনটি জায়গায় তল্লাশি চলছে বলে খবর৷
আরও পড়ুন: অনুব্রতর শুনানিতে বড় বদল? আদালতে বিশেষ আবেদন আসানসোল সংশোধনাগারের
কয়লা পাচার কাণ্ডে এর আগে বেশ কয়েকবার মন্ত্রী মলয় ঘটককে তলব করেছিল ইডি৷ কিন্তু একবার বাদে প্রত্যেকবারই হাজিরা এড়ান মন্ত্রী৷ ই মেলে একবার ইডি-কে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি৷ তার পরে আচমকাই আজ সকালে মন্ত্রীর বাড়িতে অভিযান চালালো সিবিআই৷ এমন কি, স্থানীয় থানাকেও অভিযানের কথা জানানো হয়নি৷
advertisement
এ দিন সকাল ৮.১৫ মিনিট নাগাদ আসানসোল শহরে মন্ত্রী মলয় ঘটক বর্তমানে যে বাড়িতে থাকেন, সেখানে প্রথমে হানা দেয় সিবিআই৷ সেখানে তল্লাশি অভিযান চলতে চলতেই আসানসোল শহরেই মন্ত্রী মলয় ঘটকের পুরনো একটি বাড়িতে পৌঁছন সিবিআই গোয়েন্দারা৷