TRENDING:

Madam Harrasing Students: এ লজ্জা লুকোবেন কোথায়, ক্লাসে নাকি শিক্ষিকার আদেশ ‘পোশাক খুলে প্রাইভেট পার্ট দেখাও’, অভিযোগে ষড়যন্ত্র দেখছেন ম্যাডাম

Last Updated:

Madam Harrasing Students: নাম প্রকাশে অনিচ্ছুক এই অভিভাবক জানিয়েছেন , ‘ছেলে স্কুল থেকে একদিন বাড়ি ফিরে বলে, দিদিমণি ওর প্যান্ট খুলে দিতেন।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: স্কুলের পড়ুয়াদের যৌনাঙ্গ দেখতেন বিদ্যালয়ের শিক্ষিকা। বিকৃত অভ্যাসের অভিযোগ উঠল খোদ শিক্ষিকার বিরুদ্ধেই। যদিও এটা ‘রাজনৈতিক’ অভিযোগ বলে দাবি করলেন খোদ শিক্ষিকা। বহরমপুর পুরসভার পরিচালনায় দুটি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ উঠল গুরুতর। অভিভাবকদের অভিযোগ, গত কয়েক দিন ধরে স্কুল থেকে বাড়ি ফিরে কান্নাকাটি করত শিশুরা। কয়েক জন অভিভাবক সন্তানের অস্বাভাবিক আচরণ দেখে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। পরে ছেলেদের কথায় উঠে এসেছে দুই শিক্ষিকার বিকৃত অভ্যাসের কথা।
নাবালকদের যৌন হেনস্তা করত শিক্ষিকা- Photo - Representative
নাবালকদের যৌন হেনস্তা করত শিক্ষিকা- Photo - Representative
advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক এই অভিভাবক জানিয়েছেন , ‘‘ছেলে স্কুল থেকে একদিন বাড়ি ফিরে বলে, দিদিমণি ওর প্যান্ট খুলে দিতেন। পরে আরও কয়েক জন শিশুর কাছে একই কথা জানতে পারি। বাচ্চাদের মুখে এই সব কথা শুনে আমরা হতভম্ব।’’ জানা যাচ্ছে, দুটি স্কুলের দুই শিক্ষিকার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হওয়ার পরে তদন্ত শুরু করে দিয়েছে বহরমপুর থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন – Who Is This Pisi Sasuri: অসমের বড়লোক ব্যবসায়ীর মেয়ে, ছিলেন ডিভোর্সি, তারপর কোথা থেকে কী হল, হত্যাকান্ডে পরতে পরতে গভীর রহস্য

গত লোকসভা নির্বাচনের সময়ে অধীর চৌধুরীর অনুগামী থাকার কারণে বহরমপুর পৌরসভা দুই শিক্ষিকার বেতন বন্ধ করে দেয়। যার কারণে রাজনৈতিক পারদ থাকে তুঙ্গে। জানা যায়, কর্তব্যে গাফিলতির অভিযোগে গত লোকসভা নির্বাচনের পর থেকে কয়েক মাস ধরে ওই দুই শিক্ষিকার বেতন বন্ধ করে দিয়েছিল বহরমপুর পুরসভা। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তার পরেও বেতন না মেলায় ওই দুই শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দেয় দুই শিক্ষিার বেতন মিটিয়ে দেওয়ার। কিন্তু তার পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পুরসভা কর্তৃপক্ষ। সেখানেও দুই শিক্ষিকার পক্ষেই রায় হয়। তখন পুরসভা তাঁদের বেতন মিটিয়েছে।

advertisement

View More

তাঁদের বিরুদ্ধে পকসো মামলা দায়েরের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন দুই শিক্ষিকা। যদিও অভিযোগ ওঠার পর সাজানো বলে দাবি করছেন দুই শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘‘কোনও অভিভাবক তো আমার কাছে এমন অভিযোগ জানাননি তবে এ ব্যাপারে আমি কিছুই জানি না। এ বিষয়ে মামলা রুজু হয়ে থাকলে কোনও মন্তব্য করব না। আইন আইনের পথে চলবে।’’ শিক্ষিকার এক সহকর্মীর কথায়, ‘‘এমন কিছু হয়েছে বলে বিশ্বাস করতে পারছি না। কোথাও একটা গোলমাল হচ্ছে।’’ যদিও রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করেছেন শিক্ষিকা। যদিও পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

Kaushik Adhikary

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madam Harrasing Students: এ লজ্জা লুকোবেন কোথায়, ক্লাসে নাকি শিক্ষিকার আদেশ ‘পোশাক খুলে প্রাইভেট পার্ট দেখাও’, অভিযোগে ষড়যন্ত্র দেখছেন ম্যাডাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল