গ্রামের মানুষকে সুস্থ রাখতে গ্রামে হাজির হচ্ছেন স্পেশ্যালিস্ট ডাক্তার। এই প্রথম একসঙ্গে একইদিনে অর্থোপেডিক, কার্ডিওলজিস্ট, গাইনোকলজিস্ট, স্কিন, মেডিসিন ও আই স্পেশ্যালিস্ট ডাক্তার দ্বারা গ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা। সম্পূর্ণ বিনামূল্যে সারাদিন ব্যাপী শিবির অনুষ্ঠিত হচ্ছে রবিবার ১৪ই ডিসেম্বর। রবিবার সকাল থেকে গ্রামের মানুষ পরিষেবা পাবেন। কয়েকদিন ধরেই চলছে মানুষকে সেই বার্তা পৌঁছে দেওয়ার কর্মসূচি।
advertisement
বিকি হাকোলা মাতৃ মিলন সংঘ প্রতিষ্ঠানের উদ্যোগে ভারতীয় সেনাদের সহযোগিতা প্রদানে গত কয়েক বছর ধরে রক্তদান শিবির ভীষণভাবে সারা ফেলেছে এলাকায়। গ্রামের মানুষের কাছে উৎসবের মত। প্রতিবছর গ্রামের ৮-৮০ বয়সের মানুষ শামিল হয় এখানে। এবার বিশিষ্ট চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা আরও বেশি মানুষকে সহযোগিতা করবে একই সঙ্গে উৎসাহিত করবে গ্রামের মানুষকে। তাতেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে পাঁচলার বিকি হাকোলা প্রাথমিক স্কুল প্রাঙ্গনে৷
প্রতিষ্ঠান সদস্য শ্যামল পল্যে জানান, দেশ ও দশের সেবার মূল লক্ষ্য বিকি হাকোলা মাতৃ মিলন সংঘের, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই কর্মকাণ্ড। বেশ কিছু মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেন তাঁদের সহযোগিতায় প্রতিষ্ঠানের সদস্য- সদস্যা এবং গ্রামের মানুষ কর্মযজ্ঞে শামিল হয়।






