ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর আজ সকালে গাড়ির ভিতর থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম চঞ্চল বিশ্বাস৷ কোল ইন্ডিয়ার ওই আধিকারিক নিজেই গাড়ি চালিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে৷
মৃত কোল ইন্ডিয়ার ওই আধিকারিক আসানসোলের ধাদকার সুগম পার্ক এলাকার বাসিন্দা৷ শুক্রবার রাতে অফিস থেকেই বাড়ি ফিরছিলেন তিনি৷ সেই সময় কল্যাণপুরে গাড়ুই নদীর উপরে সেতু পার করার সময়ই দুর্ঘটনা ঘটে৷
advertisement
আরও পড়ুন: এখনও নিখোঁজ দুশোরও বেশি! ওয়ানাড়ে মৃতের সংখ্যা কত, চলছে প্রাণের খোঁজ
গত বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টিতে আসানসোলের নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি যখন কল্যাণপুর হাউজিং সেতুর কাছে পৌঁছয়, তখন সেতুর উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছিল নদীর জল৷ গাড়ির চালক চঞ্চলবাবু সম্ভবত ভেবেছিলেন, বড় গাড়ি হওয়ায় সহজেই সেতু পেরিয়ে চলে যেতে পারবেন তিনি৷ কিন্তু জলের গভীরতা এবং প্রবল স্রোত আন্দাজ করতে পারেননি তিনি৷
গাড়িটি সেতুর মাঝামাঝি পৌঁছতেই জলের স্রোতে গাড়িটি ভেসে যেতে থাকে৷ চেষ্টা করেও গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি চঞ্চলবাবু৷ ঘটনার মুহূর্তের ভিডিওতে শোনা গিয়েছে, আশপাশে থাকা মানুষ চিৎকার করে চালককে বার বার গাড়ি থেকে নেমে আসতে বলেন৷
যদিও গাড়ি থেকে না নেমেই কোনওভাবে গাড়িটিকে সেতুর উপরে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা করতে থাকেন কোল ইন্ডিয়ার ওই কর্তা৷ কিন্তু জলের প্রবল স্রোতে ক্রমশ গাড়িটি নদীর জলে ভেসে যেতে থাকে৷ এই দুর্ঘটনার পর এ দিন সকাল থেকে গাড়িটির খোঁজে বোট নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে৷ বেশ কিছুক্ষণ তল্লাশির পর গাড়িটি উদ্ধার করা হয়৷ গাড়ির ভিতরেই চঞ্চলবাবুর মৃতদেহ উদ্ধার হয়৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷