জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে শহর জুড়ে মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন খড়গপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের গোলখুলি এলাকার বাসিন্দা রুকিয়া বিবি ওরফে লক্ষ্মী। তিনি যখন জোরকদমে ড্রাগসের বিরুদ্ধে লড়াই চালাতে ব্যস্ত, তখন তাঁর বাড়ির বাইরে রাখা একটি বড় গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। গতকাল রাতে কেউ বা কারা এই কাণ্ড ঘটান।
advertisement
আরও পড়ুনঃ ‘সোনা’র ছেলে বারিন, বাংলার গর্ব, সমস্ত প্রতিকূলতা টোপকে জোড়া সোনা জয়, শুভেচ্ছা মন্ত্রী ভূঁইয়ার
আগুনের জেরে গাড়ির সামনের অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল রাতেই পুলিশে খবর দেওয়া হয়। খড়গপুর টাউন থানার পুলিশ এসে তদন্ত করে গিয়েছে।
এই বিষয়ে লক্ষ্মী জানান, গতকাল খড়গপুর থেকে দুই ড্রাগ ডিলারকে ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনা সূত্রেই তাঁর বাড়ির বাইরে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতে পারে বলে অনুমান করছেন তিনি। খড়গপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের গোলেখুলি এলাকায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।