বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাবার সময় গলসি চৌমাথার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কয়লা বোঝাই লরি ধাক্কা মারে ধান বোঝায় লরির পিছনে। দুর্ঘটনার জেরে কয়লা বোঝায় লরিটিতে আগুন লেগে যায়। লরির চালক আহত অবস্থায় গাড়ি থেকে বার হতে পারলেও গাড়ির খালাসি গাড়ির মধ্যেই আটকে যান। আগুনে ঝলসে মৃত্যু হয় গাড়ির খালাসির। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
advertisement
দুর্ঘটনার ফলে রাস্তা জুড়ে পড়ে থাকে কয়লা। বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানবাহন বন্ধ থাকে।
আরও পড়ুন - কলকাতায় গরম, কিন্তু লেপচাখাতেই মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস! রইল সাদায় মোড়া বাংলার ছবি
আরও পড়ুন - ঘরের দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, পাড়ার প্রিয় লটারি বিক্রেতার বীভৎস পরিণতি!
পুলিস সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গাড়ির ভিতরেই আটকে আগুনে ঝলসে মৃত্যু হয় খালাসির। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে গলসি থানার চৌমাথা মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোরে বর্ধমানের দিক থেকে দুর্গাপুরগামী একটি কয়লা বোঝাই লরি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গলসি চৌমাথা মোড়ে একটি ধান বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে। আর এরপরই আগুন ধরে যায় কয়লা বোঝাই লরিটিতে। সেই আগুন ছড়িয়ে পড়ে সামনের ধানের গাড়িতেও।
ধাক্কার জেরে কয়লা বোঝাই গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আটকে পরে গাড়ির খালাসি। চালক কোনক্রমে আহত অবস্থায় নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে পারলেও খালাসী গাড়ির কেবিনের ভিতরেই আগুনে ঝলসে যায়। মৃত ব্যক্তির নাম সেখ সুলতান ওরফে সাগর। বাড়ি বীরভূমের চিনপাই নারায়ণপুর।
দুর্ঘটনার খবর পেয়েই গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে দুর্গাপুর গামী জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পরে। পরে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।