এদিন সকালে বাঁকুড়ার কোতুলপুর থেকে একটি বোলেরো গাড়িতে করে স্থানীয় চাতরা রামাই পন্ডিত কলেজে টেটের পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে কলেজের একজন কর্মী ছাড়াও ছিলেন পুলিশ কর্মীরা। সাঁইতাড়া ও মির্জাপুরের মাঝামাঝি জায়গায় বোলেরো গাড়িটি মুখোমুখি ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির পিক আপ ভ্যানে। ধাক্কায় বোলেরোর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। এরপরই তড়িঘড়ি পুলিশের অপর একটি গাড়িতে করে প্রশ্নপত্র চাতরা রামাই পন্ডিত কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি।
advertisement
আরও পড়ুন: কুঁড়েঘরের মধ্যে কী পড়ে আছে ওটা! এগিয়ে গিয়ে যা দেখা গেল, চক্ষু চড়কগাছ সকলের
এদিকে, কড়া নিরাপত্তার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার মতো পুরুলিয়া জেলাতেও হল টেট পরীক্ষা ২০২২। কড়া নিয়মের মধ্য দিয়েই পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া স্কুলের পরীক্ষা কেন্দ্রে শুরু হল টেট পরীক্ষা।
আরও পড়ুন: বড় রাস্তার মধ্যে ৬ মাস ধরে এ কী কাণ্ড! অতিষ্ঠ হয়ে উঠেছে আমজনতা
পুরুলিয়া জেলায় মোট টেট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৩৪২ জন। মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র ৮২টি। প্রত্যেকটি সেন্টারে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়। মেটাল ডিটেক্টর বসানো হয়। পরীক্ষা গ্রহণ কেন্দ্রে রয়েছে মেডিক্যাল টিম। পরিক্ষার্থীদের বায়োমেট্রিকের মাধ্যমে উপস্থিতি দেখার পাশাপাশি কড়া পুলিশি নজরদারির মধ্য দিয়ে শুরু হল পরীক্ষা।