Purulia News: বড় রাস্তার মধ্যে ৬ মাস ধরে এ কী কাণ্ড! অতিষ্ঠ হয়ে উঠেছে আমজনতা
Last Updated:
Purulia News: এলাকাবাসীদের দাবি, বিগত ছয় মাস ধরে ড্রেন পরিষ্কার করা হচ্ছে না, ফলে ড্রেন বন্ধ হয়ে গিয়েছে।
পুরুলিয়া : দীর্ঘ ছয় মাস ধরে করুণ দশা হয়ে রয়েছে বলরামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মুরাদ গঞ্জ দিয়ে জিজাবাঁধ কালিতলা যাওয়ার রাস্তাটি। প্রতিনিয়ত এই রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে ড্রেনের জল। চরম সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।
এলাকাবাসীদের দাবি, বিগত ছয় মাস ধরে ড্রেন পরিষ্কার করা হচ্ছে না, ফলে ড্রেন বন্ধ হয়ে গিয়েছে। আর তাই ড্রেনের জল রাস্তার উপরে উঠে আসছে। পঞ্চায়েত ও ব্লকে স্তরে বিষয়টি বারংবার জানানো সত্বেও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
এ বিষয়ে বলরামপুর গ্রাম পঞ্চায়েত সদস্যা কুসুম নিশা জানান, বিষয়টি নিয়ে পঞ্চায়েতের উচ্চ নেতৃত্বে সঙ্গে আলোচনা করা হয়েছে। পঞ্চায়েত থেকে জানানো হয়েছে দ্রুত সমস্যা সমাধান করা হবে।
ড্রেন পরিষ্কার না হওয়ার কারণে ড্রেনের জল রাস্তার উপর উপচে পড়ছে। যার ফলে প্রায়সই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। নানান সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের। কবে ড্রিন পরিষ্কার করে তাদের সমস্যা সমাধান করা হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষেরা।
Location :
First Published :
December 11, 2022 12:52 PM IST