কিন্তু কোন রকম জটিলতার কারণে সেই কাজ কয়েক দিনের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু আবারও নতুন করে পরিবহন দফতরে এই বাস টার্মিনালের জন্য অর্থ মনজুর করেছে। যদিও ক্যানিং পশ্চিমের বিধায়ক এই বাস টার্মিনালের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় এই দফতরের মন্ত্রীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। অবশেষে সাড়া মিলেছে আবেদনে। নতুন করে অর্থ বরাদ্দ হয়েছে বাকি থাকা কাজের পরিসমাপ্তির জন্য। দ্রুত চলছে সেই কাজ সবকিছু ঠিক থাকলেই এই বর্ষার মৌসুম শেষ হতে না হতেই এই টার্মিনালের উপহার পাবেন ক্যানিং তথা সুন্দরবনবাসী।
advertisement
ক্যানিং থেকে শহর কলকাতায় যাবার জন্য গণপরিবহন বলতে শুধুমাত্র ট্রেনের পরিষেবা। আর এই বাস টার্মিনাল চালু হয়ে গেলে এখান থেকেই দূরপাল্লার বাস ছাড়বে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে শহর কলকাতা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এই সব অঞ্চলের মানুষ সহজেই বাসে করে পৌঁছে যেতে পারবে। মূলত দক্ষিণ শাখায় মাঝেমধ্যেই ট্রেনের সমস্যা দেখা দেয়। আর এই বাস টার্মিনাল চালু হয়ে গেলে এই সমস্যা থেকেও অনেকটাই মুক্তি পাবে।
সুমন সাহা