TRENDING:

Canning-Mayapur Bus: অপেক্ষা আর কয়েক দিনের! ক্যানিং থেকে একবাসে মায়াপুর-তারাপীঠ

Last Updated:

Canning-Mayapur Bus: জোর কদমে শেষ মুহূর্তের কাজ চলছে ক্যানিং মডান বাস টার্মিনাল শীঘ্রই চলবে দূরপাল্লার বাস সুন্দরবনবাসীর জন্য সুখবর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: প্রতীক্ষার অবসান হতে চলেছে আর মাত্র কয়েকদিন পরেই ক্যানিং থেকে বাসে চেপে আপনি যেতে পারবেন শিলিগুড়ি নবদ্বীপ মায়াপুর তারাপীঠ রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়া যাবে ক্যানিং থেকে। জোর কদমে শেষ মুহূর্তের কাজ চলছে ক্যানিং মডার্ন বাস টার্মিনাল শীঘ্রই চলবে দূরপাল্লার বাস সুন্দরবনবাসীর জন্য সুখবর। ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যানিং তথা সুন্দরবনের মানুষের কথা ভেবে এই বাস টার্মিনাল এর উদ্বোধন করেন। তবে, উদ্বোধনের পরেই জোর কদমে কাজ চালু হয়েছিল।
advertisement

আরও পড়ুনঃ বার বার তো প্রেস করেন, আচ্ছা বলুন তো, কি-বোর্ডের ‘Spacebar’ সবথেকে বড় থাকে কেন? খুব মজার দুটি কারণ আছে এই ডিজাইনের পিছনে

কিন্তু কোন রকম জটিলতার কারণে সেই কাজ কয়েক দিনের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু আবারও নতুন করে পরিবহন দফতরে এই বাস টার্মিনালের জন্য অর্থ মনজুর করেছে। যদিও ক্যানিং পশ্চিমের বিধায়ক এই বাস টার্মিনালের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় এই দফতরের মন্ত্রীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। অবশেষে সাড়া মিলেছে আবেদনে। নতুন করে অর্থ বরাদ্দ হয়েছে বাকি থাকা কাজের পরিসমাপ্তির জন্য। দ্রুত চলছে সেই কাজ সবকিছু ঠিক থাকলেই এই বর্ষার মৌসুম শেষ হতে না হতেই এই টার্মিনালের উপহার পাবেন ক্যানিং তথা সুন্দরবনবাসী।

advertisement

View More

ক্যানিং থেকে শহর কলকাতায় যাবার জন্য গণপরিবহন বলতে শুধুমাত্র ট্রেনের পরিষেবা। আর এই বাস টার্মিনাল চালু হয়ে গেলে এখান থেকেই দূরপাল্লার বাস ছাড়বে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে শহর কলকাতা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এই সব অঞ্চলের মানুষ সহজেই বাসে করে পৌঁছে যেতে পারবে। মূলত দক্ষিণ শাখায় মাঝেমধ্যেই ট্রেনের সমস্যা দেখা দেয়। আর এই বাস টার্মিনাল চালু হয়ে গেলে এই সমস্যা থেকেও অনেকটাই মুক্তি পাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Canning-Mayapur Bus: অপেক্ষা আর কয়েক দিনের! ক্যানিং থেকে একবাসে মায়াপুর-তারাপীঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল