গাঁজা একটি নিষিদ্ধ গাছ, একে লোকালয়ে চাষ করা কোনভাবেই উচিৎ না। কিন্তু হাওড়া জেলার বিভিন্ন এলাকায় গাঁজা গাছ লাগিয়ে চাষ করতে দেখা যায়। লোকালয়ে প্রশাসনের নজর এড়িয়েই করা হয় এমন বেআইনি কাজ। সেই রকমই একটি খবর পেয়ে অভিযান চালানো হয়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল গঙ্গা উৎসব ২০২৫, মাতৃসম নদীকে পরিষ্কারের ডাক, জানুন দিনটির বিশেষত্ব
advertisement
পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের সঙ্গী বা সাথী সংগঠন ডট ফাউন্ডেশনের কাছে খবর পৌঁছয় খড়িয়প দুর্গাতলায় একটি বসতি এলাকায় বেড়ে উঠেছে গাঁজা গাছ। গাঁজা কাছের শুটি পাতা বা ডালের আঠালো কষ দিয়ে তৈরি হয় চরস, ভাঙ, গাঁজার নানা রকম নিষিদ্ধ মাদক দ্রব্য। তাই এলাকায় এধরণের নিষিদ্ধ গাছ বেড়ে ওঠাকে কখনোই মেনে নিতে পারেননি দীর্ঘদিন মাদক নিয়ে কাজ করা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদিকা কল্যানী পালুই মহাশয়া।
আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে রেশনের চাল বোঝাই লরি! রাস্তায় ছড়িয়ে বস্তা, আনা হল ক্রেন, ঘটনাস্থলের ছবি দেখুন
আমতা ইউনিটের কোঅর্ডিনেটর তথা ডট ফাউন্ডেশনের কর্ণধার দীপঙ্কর পোড়েল সকলকে নিয়ে হাজির হন এদিন ওই স্থানে। তিনি খবর দেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসেও। এসডিপিও দফতরের পরামর্শে ডট ফাউন্ডেশনের সদস্য তথা প্রাণী ও উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা শিক্ষক কুন্তল মুখার্জী অভিযানে নেতৃত্ব দেন। উপস্থিত হন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদিকা কল্যানী পালুই ও কোষাধ্যক্ষ সায়ন দে। উপস্থিত ছিলেন অনেক ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ। গাঁজা গাছ দুটিকে কেটে একেবাড়ে গোড়ায় কেমিক্যাল দিয়ে নষ্ট করে দেওয়া হয়। এবং এলাকায় গাঁজা গাছের ক্ষতির বিষয়টা বোঝানো হয়। স্থানীয় মানুষ জানায়, তারা গাঁজা গাছ চেনে না তাই এটা বেড়ে উঠেছে সকলের অজান্তে। কে বা কারা এই গাছ এখানে লাগিয়ে গিয়েছে সে ব্যাপারেও তারা অবহিত নন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে যেভাবে পরিবেশকর্মীরা উদ্যোগী হয়ে গাঁজা গাছ নিধনে এগিয়ে এসেছেন তা খুবই ইতিবাচক। সামাজিক পরিবেশ রক্ষায় মাদক দ্রব্যের সরবরাহ রোধে এবং নিষিদ্ধ মাদকদ্রব্যের চোরাচালান বন্ধে ও সেবনের প্রবণতা কমাতে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আরও বৃহত্তর আন্দোলন ও পদক্ষেপ নেবে বলে জানান কল্যানী পালুই। পুলিশ প্রশাসনের পদক্ষেপও সদর্থক তাই তাদেরও ধন্যবাদ জানান দীপঙ্কর পোড়েল সায়ন দে ও কুন্তল মুখার্জীরা। অবশেষে গাঁজা গাছগুলিকে উৎখাত করে আমতা থানায় জমা দেওয়া হয়।






