TRENDING:

Annapurna Bhata: মাসে মাসে কড়কড়ে ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাতা মহিলাদের? বিরাট প্রতিশ্রুতি অগ্নিমিত্রার

Last Updated:

Annapurna Bhata: নির্বাচনের আগে তপ্ত রোদেও জোর প্রচার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: রোদ যেন কিছুই না। সকাল থেকে কাঠফাটা রোদকে উপেক্ষা করে বিভিন্ন প্রান্তিক গ্রামীণ এলাকায় প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী। সকাল থেকে উঠেই বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার করছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। লক্ষ্য লোকসভা নির্বাচনে জয়লাভ।
advertisement

দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদিকে মেদিনীপুর লোকসভা আসন উপহার দেওয়া। সোমবার শিবরাজ সিং চৌহানের প্রচারের পর মঙ্গলবার সকাল থেকে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক প্রান্তিক গ্রামীণ এলাকায় হুডখোলা গাড়িতে চেপে প্রচার করলেন তিনি।

আরও পড়ুন: ‘কতক্ষণ’ একটানা চালাবেন সিলিং ফ্যান? কতক্ষণ বিশ্রাম দিতে হবে Fan-কে? না জানলে হতে পারে বড় বিপদ

advertisement

শুধু তাই নয়, পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে হাত মেলালেন অগ্নিমিত্রা পাল। শুনলেন তাদের নানা কথা। কালী, শিব সহ গ্রামের নানা মন্দিরে পুজো দিয়ে হাতে পদ্মফুল নিয়ে প্রচার চালান অগ্নিমিত্রা। গ্রামীণ এলাকায় মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে চান তিনি। কথা বলেন সকলের সঙ্গে। শুধু তাই নয়, নির্বাচনে জয়লাভের পর গ্রামীণ এলাকায় পানীয় জল থেকে নানা উন্নয়নেরও আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা পাল।

advertisement

View More

মঙ্গলবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বরিদা ১ নং অঞ্চলের ষড়রং বাজার, বরিদা অফিস সংলগ্ন বাজার, খামারি বাজার,বর্তনা রাধামাধব মন্দির বাজার, বর্তনা গঙ্গাপুকুর বাজার ও কল্যাণপুরের বিস্তীৰ্ণ এলাকায় জনসংযোগ করেন বিজেপির এই প্রার্থী।

ভবিষ্যতেগ্রামীণ মহিলাদের তিন হাজার টাকা অন্নপূর্ণা ভাতা দেওয়া কথা বলেন অগ্নিমিত্রা পালে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার চালাচ্ছেন এক অপরের বিপক্ষ দুই প্রার্থী। তবে নির্বাচনে কে জয় পায় তা শুধু সময়ের অপেক্ষা।

advertisement

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Annapurna Bhata: মাসে মাসে কড়কড়ে ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাতা মহিলাদের? বিরাট প্রতিশ্রুতি অগ্নিমিত্রার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল