নদিয়ার শুভঙ্কর বর্তমানে খেলছে সিএফএল-এর পঞ্চম ডিভিশনে। সে ফরওয়ার্ড পজিশনে খেলে। এখনও পর্যন্ত কলকাতা ফুটবল লিগের চারটি ম্যাচে মাঠে নেমেছে শুভঙ্কর। এরই মধ্যে সাতটি গোল করে ফেলেছে। কলকাতার দলের অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে জেলার এই ছেলে।
আরও পড়ুন: এক জায়গা থেকে ভেসে যাচ্ছে অন্যত্র, ভাগীরথীতে শয়ে শয়ে এগুলো কী!
advertisement
শান্তিপুরে বাড়ি হলেও ফুটবল প্র্যাক্টিসের জন্য শুভঙ্করকে যেতে হয় হাবড়াতে। এই দূরত্ব সে হাসিমুখেই প্রতিদিন অতিক্রম করে। ছোটবেলা থেকেই স্থানীয় ফুটবল প্রশিক্ষক দেব কুমার বিশ্বাস তার পাশে রয়েছে। তবে স্কুল কিংবা অন্যান্য ক্রীড়া সংস্থা থেকে সেই অর্থে সুযোগ-সুবিধা পায়নি বলেই জানিয়েছে শুভঙ্কর। আগামীতে তার ইচ্ছে এভাবেই পরিশ্রম ও অনুশীলনের মধ্যে দিয়ে পরবর্তী খেলা গুলিতেও আরও ভাল ফল করা।
শুভঙ্করের বাবা দেবাশি বিশ্বাস জানান, ছেলের সাফল্যে খুবই ভাল লাগছে। তবে আমি রাজমিস্ত্রির কাজ করি, সেই অর্থে আমার আর্থিক সামর্থ্য নেই। ছোটবেলা থেকেই দেখতাম ওর খেলাধুলোয় ঝোঁক বেশি। তাই কষ্ট করে হলেও ওকে খেলাধুলোর দিকে এগিয়ে দিয়েছি।
এখন দেখার, জেলা থেকে উঠে এসে সিনিয়র পর্যায়ের ফুটবলে কত তাড়াতাড়ি নিজের জায়গা করে নিতে পারে শুভঙ্কর।
মৈনাক দেবনাথ