TRENDING:

৫ টাকা বাঁধাকপি! শীতের সবজির দাম নেই! চাষিদের পাশে দাঁড়াল প্রশাসন

Last Updated:

Cabbage price- এবার পূর্ব বর্ধমান জেলায় বাঁধাকপি চাষিদের পাশে দাঁড়ালো প্রশাসন। সহায়ক মূল্যে বাঁধাকপি কিনে তা সরকারি উদ্যোগে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফুলকপির দাম ছিল না। এবার একই হাল বাঁধাকপির। চাহিদার তুলনায় যোগান অনেক বেশি। তাই দাম নেই এই সবজির।
News18
News18
advertisement

খুচরো বাজারে দাম নেমে যাচ্ছে পাঁচ টাকায়। দু তিন টাকার বেশি দাম পাচ্ছেন না কৃষকরা। মোটা টাকা খরচ করে চাষের পর এখন একরকম জলের দরেই বাঁধা কপি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।

আরও পড়ুন- ব্যবধান ২৫ বছরের, দিল্লির অভিজাত হোটেলের দারোয়ানকে সেখানেই খাওয়াতে আনলেন ছেলে!

advertisement

এবার পূর্ব বর্ধমান জেলায় বাঁধাকপি চাষিদের পাশে দাঁড়ালো প্রশাসন। সহায়ক মূল্যে বাঁধাকপি কিনে তা সরকারি উদ্যোগে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হল। এরফলে কৃষকরা অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে প্রশাসন।

শুক্রবার জামালপুরে সবজি জমি পরিদর্শন করেন জেলাশাসক আয়েষা রানি এ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। তাঁরা চাষিদের সঙ্গেও কথা বলেন। কৃষকরা তাঁদের সমস্যার কথা জানান। বলেন, দাম না থাকায় লোকসান করেই বাঁধাকপি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।

advertisement

এর পরই জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয়,মাঠে গিয়ে ৮ টাকা দাম দিয়ে বাঁধাকপি কেনা হবে। সেই বাঁধাকপি সুফল বাংলা স্টল ও হুগলির সিঙ্গুরে পাইকারি বাজারে পাঠানো হবে। এই কাজ করবে কৃষি বিপণন দফতর।

পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রানি বলেন, এর আগে পূর্বস্থলী থেকে প্রশাসনিক উদ্যোগে ফুলকপি কেনা হয়েছে। জামালপুরে গিয়ে বাঁধাকপির বিষয়টি নজরে এসেছে। সুফল বাংলার জন্য ওই বাঁধাকপি কেনার কথা হয়েছে।

advertisement

শুক্রবার জামালপুরে দুয়ারে সরকার প্রকল্প দেখতে গিয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন দফতরের সচিব ওঙ্কার সিংহ মিনা। সঙ্গে ছিলেন জেলাশাসক সহ আধিকারিকরা। ফেরার পথে বাঁধাকপি জমিতে যান সচিব। বেশ কয়েকটি জমি পরিদর্শন করে চাষিদের সঙ্গে কথা বলেন। তখনই কৃষকরা তাঁদের সমস্যার কথা জানান।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পরেই সচিব জামালপুর ব্লক কৃষি আধিকারিককে বাজার নিয়ন্ত্রিত সমিতির মাধ্যমে ন্যায্য দামে কৃষকদের কাছ থেকে বাঁধাকপি কেনার নির্দেশ দেন। এর পরেই জেলা প্রশাসন ঠিক করে ৮ টাকা দরে বাঁধাকপি কেনা হবে। আপাতত জামালপুরের চাষিদের কাছ থেকেই কেনার সিদ্ধান্ত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫ টাকা বাঁধাকপি! শীতের সবজির দাম নেই! চাষিদের পাশে দাঁড়াল প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল