Father son viral post: ব্যবধান ২৫ বছরের, দিল্লির অভিজাত হোটেলের দারোয়ানকে সেখানেই খাওয়াতে আনলেন ছেলে!

Last Updated:

দিল্লির বাসিন্দা আরইয়ান মিশ্র নামে এক যুবক সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন৷

নিজের বাবা (বাঁদিকে) এবং মায়ের সঙ্গে আরইয়ান মিশ্র৷ ছবি- এক্স হ্যান্ডেল থেকে
নিজের বাবা (বাঁদিকে) এবং মায়ের সঙ্গে আরইয়ান মিশ্র৷ ছবি- এক্স হ্যান্ডেল থেকে
নয়াদিল্লি: পঁচিশ বছর আগে দিল্লির এই বিলাসবহুল হোটেলেই দারোয়ানের কাজ করতেন বাবা৷ সেখানেই তাঁকে আবার ফিরিয়ে আনল ছেলে৷ তবে এবার আর দারোয়ান হিসেবে নয়৷ অভিজাত ওই হোটেলের অতিথি হিসেবেই ছেলের সঙ্গে সেখানে হাজির হলেন বৃদ্ধ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও৷
দিল্লির বাসিন্দা আরইয়ান মিশ্র নামে এক যুবক সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন৷ সেই পোস্টেই তিনি জানান, যে অভিজাত হোটেলে বসে তাঁরা খাওয়া দাওয়া করছেন, ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সেখানেই দারোয়ানের কাজ করতেন তাঁর বাবা৷ আরইয়ানের ইচ্ছে ছিল, একদিন সেখানেই নিজের বাবাকে খাওয়াতে নিয়ে যাবেন তিনি৷
advertisement
advertisement
আরইয়ান লেখেন, ‘আমার বাবা নয়াদিল্লির আইটিসি হোটেলে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত দারোয়ানের কাজ করতেন৷ আজকে সেখানেই তাঁকে নৈশভোজ করানোর সুযোগ হল আমার৷’
advertisement
সমাজমাধ্যমে আরইয়ান মিশ্রের করা এই পোস্ট দেখার পর স্বভাবতই আপ্লুত বহু মানুষ৷ বাবা-মাকে এই দিনটি উপহার দেওয়ার জন্য ওই যুবকের প্রশংসা করেছেন প্রত্যেকেই৷
আরইয়ান জানিয়েছেন, তিনি একজন শিক্ষাণবীশ জ্যোতির্বিজ্ঞানী৷ ভবিষ্যতে ওই যুবকের আরও সাফল্য প্রার্থনা করেছেন অনেকেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
Father son viral post: ব্যবধান ২৫ বছরের, দিল্লির অভিজাত হোটেলের দারোয়ানকে সেখানেই খাওয়াতে আনলেন ছেলে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement