সকাল তখন ১০ টা। শয়ে শয়ে বিক্ষোভকারী লাইনে নেমে অবরোধ শুরু করে। টায়ার, কাঠ জ্বালিয়ে দেওয়া হয় লাইনে। ভেঙে ফেলা হয় লেভেল ক্রসিং। সিগনালিং প্যানেল বোর্ড ভাঙচুর। সাঁকরাইলে ট্রেন চলাচল বন্ধ। যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত হলেই চলবে ট্রেন, জানালেন দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও।
তাণ্ডব চলে স্টেশনের কেবিনেও। পুড়ে ছাই হয়ে যায় টিকিট কাউন্টার। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে।
advertisement
ভাঙচুর চলে প্ল্যাটফর্মেও। ভেঙে ফেলা হয় বসার জায়গা। পুরোপুরি তছনছ হয়ে যায় স্টেশন চত্বর।
সাঁকরাইল স্টেশন থেকে কিছুটা দূরে চাঁপাতলায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। চাঁপাতলা কার্যত বনধের চেহারা নিয়েছে। সমস্ত দোকানপাট বন্ধ। শুনশান রাস্তাঘাট। ফ্ল্যাট লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ বাসিন্দাদের।
বিক্ষোভের জেরে হাওড়া থেকে বাতিল হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস, হাওড়া-দিঘা এসি এক্সপ্রেস, হাওড়া পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া তিরুপতি এক্সপ্রেস, হাওড়া মুম্বই গীতাঞ্জলী এক্সপ্রেস, হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস।