সৌরভ বাবুর দাবি, শুক্রবার প্রায় শতাধিক মানুষ এই শিবির থেকে নাগরিকত্বের আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনকারীরা জানান, তাদের অনেকের কাছেই বাংলাদেশি পরিচয়পত্র এবং ভারতে দীর্ঘদিন বসবাসের বিভিন্ন নথি রয়েছে। তাই তারা আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে আবেদন জানাচ্ছেন। বিষয়টি নিয়ে সৌরভ গোয়ালী জানান, এই আইন ইতিমধ্যেই সংসদে পাশ হয়ে নিয়মে পরিণত হয়েছে। তাই সাধারণ মানুষকে সহায়তা করা হচ্ছে, যাতে তারা ঠিকভাবে আবেদন করতে পারেন।
advertisement
সিএএ আবেদন ঘিরে তাই বাড়তি উৎসাহ দেখা গেল সীমান্ত এলাকার গ্রামবাসীদের মধ্যে। যদিও শাসকদলের দাবি, ভোটের আগে সংখ্যালঘু ও উদ্বাস্তু ইস্যু নিয়ে রাজনীতি করতে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তবে রাজনৈতিক তরজা যাই হোক, গ্রামবাসীদের অংশগ্রহণে স্পষ্ট, নাগরিকত্ব পাওয়ার আশায় বহু মানুষ এখন সিএএ আবেদন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সামিল হচ্ছেন।
—- Rudra Narayan Roy