TRENDING:

CAA: 'নিজের সর্বনাশ কি নিজে করতে চান...?' CAA নিয়ে কৃষ্ণনগরে সুর সপ্তমে, সতর্কবাণী মমতার...!

Last Updated:

CAA - Mamata Banerjee: লোকসভা নির্বাচনের প্রথম জনসভাতেই সিএএ নিয়ে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের প্রথম সভা ছিল আজ কৃষ্ণনগরে সাংসদ মহুয়া মৈত্রর কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: লোকসভা নির্বাচনের প্রথম জনসভাতেই সিএএ নিয়ে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের প্রথম সভা ছিল আজ কৃষ্ণনগরে সাংসদ মহুয়া মৈত্রর কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা। আর শুরুতেই ঝাঁঝালো নিশানা করলেন কেন্দ্রের মোদি সরকারকে। ইডি-সিবিআই দৌরাত্ম থেকে লোকসভা নির্বাচনের মুখে সিএএ চালু কেন্দ্রের একাধিক পদক্ষেপ নিয়ে চরম কটাক্ষ করেছেন মমতা।
সিএএ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
সিএএ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

জনসাধারণের উদ্দেশ্যে মমতার সতর্কবাণী, “এর পরে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে। নিজের সর্বনাশ কি নিজে করতে চান? যদি না করতে চান তাহলে ভুলেও আবেদন করবেন না নাগরিকত্বের জন্য। যাঁরা বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাদের আগে করতে বলুন।”

আরও পড়ুন: ৬০ বছরে ‘ছাদনাতলায়’…! বলিউডের ‘হিরো নং ১’ গোবিন্দার বার্ষিক আয় কত জানেন? ছিটকে যাবেন শুনলে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

কেন্দ্রকে নিশানা করে ছুড়ে দিলেন প্রশ্ন, “কিছুদিন আগে বাবুরা হঠাৎ বলল সিএএ। কমিটিতে কাকে করেছেন যেন? একটা পোস্ট অফিসের লোক, সেন্সাস-এর লোক। যাঁরা বলছেন নাগরিকত্ব পেয়ে যাবেন এটা ভুল কথা। সিএএ-টা হচ্ছে মাথা, এনআরসি-টা হচ্ছে লেজ। সিএএ করলেই এনআরসিতে পড়ে যাবেন। বিজেপির যাঁরা লোকসভায় দাঁড়িয়েছে তাঁরা কেন সিএএ-তে আবেদন করছেন না? কারণ, সিএএ-তে অবদান করলেই বিদেশি হয়ে যাবে। ভোটে দাঁড়াতে পারবেন না। মমতা আরও যোগ করেন, “সিএএ করার ক্ষমতা থাকলে একবছর আগে কেন করল না? ইলেকশনের আগে শুধু ভাঁওতা। যে আবেদন করবেন তখনই হয়ে যাবেন বিদেশি।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CAA: 'নিজের সর্বনাশ কি নিজে করতে চান...?' CAA নিয়ে কৃষ্ণনগরে সুর সপ্তমে, সতর্কবাণী মমতার...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল