জনসাধারণের উদ্দেশ্যে মমতার সতর্কবাণী, “এর পরে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে। নিজের সর্বনাশ কি নিজে করতে চান? যদি না করতে চান তাহলে ভুলেও আবেদন করবেন না নাগরিকত্বের জন্য। যাঁরা বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাদের আগে করতে বলুন।”
advertisement
কেন্দ্রকে নিশানা করে ছুড়ে দিলেন প্রশ্ন, “কিছুদিন আগে বাবুরা হঠাৎ বলল সিএএ। কমিটিতে কাকে করেছেন যেন? একটা পোস্ট অফিসের লোক, সেন্সাস-এর লোক। যাঁরা বলছেন নাগরিকত্ব পেয়ে যাবেন এটা ভুল কথা। সিএএ-টা হচ্ছে মাথা, এনআরসি-টা হচ্ছে লেজ। সিএএ করলেই এনআরসিতে পড়ে যাবেন। বিজেপির যাঁরা লোকসভায় দাঁড়িয়েছে তাঁরা কেন সিএএ-তে আবেদন করছেন না? কারণ, সিএএ-তে অবদান করলেই বিদেশি হয়ে যাবে। ভোটে দাঁড়াতে পারবেন না। মমতা আরও যোগ করেন, “সিএএ করার ক্ষমতা থাকলে একবছর আগে কেন করল না? ইলেকশনের আগে শুধু ভাঁওতা। যে আবেদন করবেন তখনই হয়ে যাবেন বিদেশি।”