হৃদরোগে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত সাহা। ছাত্র নেতা হিসাবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। জলঙ্গি বিধানসভা থেকে দুবার কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও পরাজিত হন। প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর খুব কাছের মানুষ ছিলেন। একবার বহরমপুর পুরসভার কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একসময় মুর্শিদাবাদ জেলার তৃনমূল সভাপতি ছিলেন সুব্রত সাহা। তিনি প্রথম তৃণমূলের প্রতীকে সাগরদিঘি থেকে ২০১১ সালে একমাত্র বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। সাগরদিঘি থেকে তিনবারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
তাঁর মৃত্যুর জেরেই উপনির্বাচন হবে এই কেন্দ্রে৷ অন্যদিকে আগামী ১৬ এবং ২৭ ফেব্রুয়ারি দু' দফায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয় এবং নাগাল্য়ান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এ দিন উত্তর পূর্বের তিন রাজ্য়ে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তিন রাজ্য়েই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। তিন রাজ্য়েই ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।