TRENDING:

West Bengal By Election: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ২৭ ফেব্রুয়ারি, ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন

Last Updated:

ফলঘোষণা হবে ২ মার্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাগরদিঘি: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিধানসভা কেন্দ্রে। ২০২১-এ সাগরদিঘি থেকে জিতেছিলেন সুব্রত সাহা। তৃরাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। গত বছর ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ তার জেরেই উপনির্বাচন হবে সাগরদিঘি বিধানসভায়।
সাগরদিঘিতে উপনির্বাচন
সাগরদিঘিতে উপনির্বাচন
advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত সাহা। ছাত্র নেতা হিসাবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। জলঙ্গি বিধানসভা থেকে দুবার কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও পরাজিত হন। প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর খুব কাছের মানুষ ছিলেন। একবার বহরমপুর পুরসভার কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একসময় মুর্শিদাবাদ জেলার তৃনমূল সভাপতি ছিলেন সুব্রত সাহা। তিনি প্রথম তৃণমূলের প্রতীকে সাগরদিঘি থেকে ২০১১ সালে একমাত্র বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। সাগরদিঘি থেকে তিনবারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

advertisement

আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!

আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাঁর মৃত্যুর জেরেই উপনির্বাচন হবে এই কেন্দ্রে৷ অন্যদিকে আগামী ১৬ এবং ২৭ ফেব্রুয়ারি দু' দফায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয় এবং নাগাল্য়ান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এ দিন উত্তর পূর্বের তিন রাজ্য়ে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তিন রাজ্য়েই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। তিন রাজ্য়েই ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal By Election: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ২৭ ফেব্রুয়ারি, ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল