শুধু এই কারণেই তা নয় গ্রামের মানুষের অভাব দারিদ্র্য থাকায় প্রান্তিক মানুষদের নিয়মিত মধ্যাহ্নভোজ এবং শুক্রবার বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের ব্যবস্থার উদ্দেশ্যে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর নিজের কেনা জমির উপরে গড়ে তুলেছিলেন একটি সংস্থা। সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৭ জন, প্রত্যেকেই নিজেদের কাজের ফাঁকে প্রতিদিন নিয়মিত পরিশ্রম করে থাকেন এই দুই পরিষেবার বিষয়ে। তবে সকলে সামান্য সহযোগিতা করলেও বেশিরভাগ অংশই দিয়ে থাকেন কাওসার আলি।
advertisement
প্রতিষ্ঠা দিবসের সূচনা লগ্নে লাগানো হয়েছে ৫০ টি ইলেকট্রিক্যাল পোল লাইট। সেই আলোকে আলোকিত হয়ে একদিকে যেমন অপরাধ প্রবণতা কমবে অন্যদিকে জহিরুলের মতন কারোর প্রাণ যাবে না। এ বিষয়ে কাওসার বলেন, প্রতিটি লাইট সুইচ তার সরঞ্জাম সহ প্রায় ১৫০০ টাকা করে খরচ পড়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী ইলেকট্রিক অফিসের অনুমতি নেওয়া হয়েছে অন্যদিকে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতি মাসে ইলেকট্রিক বিলের খরচ দেওয়ার সহযোগিতা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো, তিনি বলেন মানুষ এবং পঞ্চায়েত একে অন্যের পরিপূরক। সকলে মিলে এভাবে সঙ্ঘবদ্ধভাবে উন্নয়নের জন্য উদ্যোগ নিলে পঞ্চায়েত সর্বদা পাশে থাকবে। সংস্থার প্রশংসা করে তিনি বলেন, প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ জন প্রান্তিক মানুষজন মধ্যাহ্নভোজ পান এখানে, বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ পান, সরকারি সহযোগিতার পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ থাকলে সকলেই ভালথাকবেন। এলাকার প্রবীণ মানুষরা বাহবা দিয়ে বলেন, কাওসার এই গ্রামেরই ছেলে, অনেকেরই অর্থ আছে কিন্তু অন্য রাজ্যে থেকেও গ্রামের প্রতি এবং এলাকার মানুষজনের প্রতি সহানুভূতি এতোটুকু কমেনি।
Mainak Debnath