দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিষদের অধীনস্ত রাস্তার পাশে বেআইনি দোকান ঘর গজিয়ে উঠেছে একাধিক। সেখানে বছরে পর বছর কোনও খাজনা দেওয়া হয় না। তাই জেলা পরিষদের সভাধিপতি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ ও কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জেলা পরিষদের এই সমস্ত জায়গাগুলি পরিদর্শন করে।
আরও পড়ুনঃ চারিদিকে পেঁজা তুলোর মতো বরফ আর বরফ! মরশুমের প্রথম তুষারপাতে ঢাকল পাহাড়
advertisement
সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল জানান, বছরে পর বছর এই সমস্ত দোকান থেকে কোনও খাজনা মেলে না। নতুন দায়িত্ব পেয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের যেখানে সব এলাকায় দোকান এবং খালি জায়গা রয়েছে, সেখান থেকে যাতে খাজনা তোলা যায়, সেটা দেখব। যাতে এই সমস্ত রেভিনিউ দিয়ে আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি।
তিনি আরও বলেন, কল্যাণপুর পঞ্চায়েত এলাকায় বেআইনি ভাবে জমি দখল করে ব্যবসা করছিলেন কিছু ব্যবসায়ী। তাঁদের সতর্ক করা হয়েছে। দরপত্রের মাধ্যমে ওই জমি লিজ়ে দেওয়া হবে। ব্যবসায়ীরা লিজ় নিয়ে ব্যবসা করতে পারবেন। দফতরের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত।
সুমন সাহা