এক সময় মাটির হাঁড়ি, কলসি সহ কয়েক ধরনের নির্দিষ্ট বাসনপত্র পাওয়া যেত কুম্ভকারের ঘরে। তবে বর্তমান সময় অনেকেই কুম্ভকার না হওয়া সত্বেও প্রশিক্ষণ নিয়ে মাটির তৈরি শৌখিন জিনিস পত্র তৈরি করতে শুরু করেছেন। এই ব্যবসায়ে হাত পাকিয়ে ভাল লাভের মুখ দেখছেন বেশিরভাগই। শৌখিন বাসন পত্র, দই ও বিরিয়ানি সহ নানা জিনিস রাখার সুনন্দন পাত্র, ডিনার সেট, জলের বোতল, কুঁজো টেবিল ল্যাম্প, হ্যারিকেন ফ্রেম সহ নানা করুকার্জময় মাটির জিনিস তৈরি হচ্ছে।
advertisement
আরও পড়ুন: পাখির চোখে ইদের নামাজ! খুশির কিছু বিশেষ মুহূর্ত
মাঠের সামগ্রীর চাহিদা এখন গ্রাম বা শহরের ভেদাভেদের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সর্বত্র তার চাহিদা তৈরি হয়েছে। মাটি তৈরি এই সমস্ত জিনিস কিনে ব্যবসা শুরু করতে পারলে লাভের পরিমাণও মন্দ নয়। প্রায় ২৫-৩০ শতাংশ থেকে শুরু করে আরও বেশি হতে পারে লাভ। এছাড়া গরমকালে মাটির কুঁজো তৈরি করলে বিপুল আয় হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কারণ গরম বহু মানুষ মাটির কুঁজো কিনে তাতে জল খান। নতুন প্রজন্মের অনেকেই ক্রমশ এই ব্যবসার প্রতি আকৃষ্ট হচ্ছে।
রাকেশ মাইতি