শিল্পবিহীন এলাকা হিসেবেই পরিচিত রুখা শুখা লাল মাটির জেলা বাঁকুড়া। মূলতঃ কৃষিনির্ভর এই এলাকার একটা বড় অংশের মানুষের হাতে সারাবছর কাজ থাকে না। তাই জঙ্গলমহলের বিভিন্ন পিছিয়ে পড়া উপজাতি বাদেও রয়েছে বেকারত্ব। সেই কারণে নারী স্বাধীনতা এবং আর্থিক স্বচ্ছলতার কথা মাথায় রেখে মেয়েদের স্বনির্ভর করার জন্য এক বড় উদ্যোগ নেওয়া হল।
advertisement
প্রান্তিক জেলা বাঁকুড়ায় মহিলাদের জীবন-জীবিকা আরও উন্নত করতে ছাতনা এবং সিমলাপাল, এই দুই ব্লকে একটি মহৎ উদ্যোগ শুরু হয়েছে। মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছাতনা ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে এই কোর্স নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এই স্বনির্ভরতার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে ৪০০ জন মহিলা অংশগ্রহণ করেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে প্রযুক্তি যে গতিতে এগিয়ে যাচ্ছে, সেই গতির সঙ্গে তাল মেলালে শুধুমাত্র সেলাই শিখলে পর্যাপ্ত উপার্জন হবে না। ডিজিটাল পরিষেবা, মানুষের চাহিদা অনুযায়ী যেকোনও ব্যবসা করতে পারলে আরও ভাল। সেই কারণেই এই সংস্থা তরফ থেকে ব্যবসার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। মহিলারাও যথেষ্ট উৎসাহ পাচ্ছেন।





