জেলার বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য বেসরকারি বাস অন্যতম ভরসা। এবার সেই বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিক সংগঠন।তাদের দাবি, মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন রাজ্যে সড়ক ও জাতীয় সড়কের ওপরে বেআইনিভাবে অটো ও টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। এছাড়াও আরটিও কে অগ্রাহ্য করেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে এই অবৈধভাবে টোটো ও অটোর দৌরাত্ম্য বেড়ে চলার কারণে বাস মালিকদের প্রবল সংকটের মধ্যে পড়তে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: এই গ্রামে ঘুম থেকে উঠলেই প্রবলভাবে বেড়ে যায় যৌন চাহিদা! অদ্ভূত গ্রামটি কোথায় জানেন?
যার কারণে এবার বাস মালিক শ্রমিক সংগঠনের সদস্যরা তারা এবার একত্রিত হয়ে আগামী ২২ শে জানুয়ারি সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসের ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী সোমবার থেকে এই বেসরকারি বাস ধর্মঘট হলে প্রবল সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। বাস মালিকদের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ, বহরমপুর, কান্দি বাসস্ট্যান্ডে পথসভার মধ্যে দিয়েই এই বার্তা দেওয়া হয় পথচারী ও নিত্য যাত্রীদের।
আরও পড়ুন: ভারতীয় রেলওয়ের ৫৯৭ স্টেশনে ‘সুগম্য ভারত অভিযান’, মিলবে দুরন্ত সুবিধা! কী জানুন
এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে অটো ও টোটোর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তারপরেও টোটো ও অটোতে করে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যে সড়কের ওপর দিয়ে ।ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাস মালিকরা। তাই এবার বাস মালিকরা এই অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন।
—– কৌশিক অধিকারী