TRENDING:

টোটোর দৌরাত্ম্যে যাত্রী কমেছে বাসের! সোমবার থেকে শুরু হয়েছে বাস ধর্মঘট! সমস্যায় নিত্যযাত্রীরা

Last Updated:

অবৈধ টোটো অটোর দৌরাত্মে হুগলি জেলায় বাস রুট বন্ধ হতে বসেছে। বাস মালিক সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে। প্রশাসনের রেজলুশন কার্যকর না হওয়ায় সমস্যায় বাস মালিকরা।

advertisement
হুগলি: অটো টোটোর দৌরাত্ম্যে বাস রুট বন্ধ হতে বসেছে, বাস ধর্মঘট হুগলি জেলা বাস মালিক সংগঠনের। সোমবার সকাল থেকে বাস ট্র্যাকার চলেনি হুগলির বাস টার্মিনাসগুলো থেকে। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। অবৈধ টোটো অটোর দৌরাত্ম্য, বাসে যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে।
advertisement

হুগলি জেলা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজোলিউশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের।

ইঞ্জিন সারানো হয়েছিল সদ্য! ত্রুটি প্লেনের নয়…১৯ জন মৃত যাত্রীর DNA টেস্টের পর বড় তথ্য ফাঁস!

বর্ষায় সাপের ভয়? বেজির চেয়েও এই গাছগুলো বেশি ভয় পাওয়ায় সাপকে! বাড়ির চারপাশে লাগান, সাপ লেজ তুলে পালাবে!

advertisement

কিন্তু আজ পর্যন্ত সেই রেজোলিউশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। চুঁচুড়া থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত। কিন্তু বর্তমানে মাত্র তিনটি রুটে বাস চলছে তাও যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। শ্রীরামপুর তারকেশ্বর থেকেও বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলত এখন তা কমেছে নয়ত বন্ধ হয়েছে। আজ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা।

advertisement

তাদের দাবি বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে। টোটোকে একটা নিয়মে বাঁধতে হবে। হুগলি আরটিও বাস মালিকদের ধর্মঘট না করে আলোচনার কথা বলেছিলেন। বাস মালিকরা ধর্মঘটে অনড়। আজ আরটিও র সঙ্গে মিটিং ফলপ্রসূ না হলে ধর্মঘট অনির্দিষ্টকাল চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাস মালিকরা। তারকেশ্বর আরামবাগেও বাস ধর্মঘটে সামিল হয় বাস মালিক সংগঠন। শ্রীরামপুরে অবশ্য বাস চলাচল করছে। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বাস ধর্মঘট প্রসঙ্গে বলেন, ধর্মঘট করে কোনো লাভ হবে না। সকলকেই রাস্তায় চলতে হবে। যাত্রীদের বাসে যেতে হবে টোটোয় যাওয়া যাবে না একথা বলতে পারি না। তবে অবৈধ টোটোর জন্য নির্দেশিকা জারি করে নিয়মে বাঁধা হবে। রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টোটোর দৌরাত্ম্যে যাত্রী কমেছে বাসের! সোমবার থেকে শুরু হয়েছে বাস ধর্মঘট! সমস্যায় নিত্যযাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল