বেসরকারি বাসের এই ধর্মঘটের জেরে অফিস যাত্রী থেকে শুরু করে পড়ুয়া, সকলেই ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। রাস্তায় বেরিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাস পাওয়ার জন্য। ফলে সময় নষ্ট হচ্ছে। পাশাপাশি শিকার হতে হচ্ছে হয়রানির। যারা দ্রুত গন্তব্যের পৌঁছতে চাইছেন, তাঁদের অটো বা টোটোয় বাড়তি টাকা খরচ কর যেতে হচ্ছে। উল্লেখ্য, আরামবাগ থেকে প্রায় নয়টি জেলার সঙ্গে বাস যোগাযোগ রয়েছে।
advertisement
আরও পড়ুন : মহিলার কাণ্ডে তুমুল হইচই হাসপাতালে, কামড় খেয়ে সাপ সমতে হাজির চিকিৎসকের কাছে! সাহস দেখে অবাক সবাই
কিন্তু এই ধর্মঘটের জেরে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে সেই সমস্ত পরিবহন ব্যবস্থা। ফলে সাধারণ মানুষের পাশাপাশি যারা চিকিৎসার জন্য বাইরে যেতে চাইছেন, অথবা যারা কোনও পরীক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, তাদেরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফলে স্থানীয় মানুষ সহ প্রত্যেক যাত্রী চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। ফের আগের মতো স্বাভাবিক হোক পরিবহন ব্যবস্থা।
আরও পড়ুন : এই পোস্ট অফিসে গেলে বাড়ি ফেরার কোনও ‘গ্যারান্টি’ নেই! কর্মী, গ্রাহক সকলের মাথায় ছাতা! কী চলছে এখানে
প্রসঙ্গত, রামকৃষ্ণ সেতুর ওপর সংস্কার কাজের কারণে টানা দুই মাস ধরে ওই ব্রিজ দিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরই প্রতিবাদে ধর্মঘটে নেমেছে বাস মালিক সংগঠনগুলি। যদিও যাত্রী দুর্ভোগ লাঘব ও সমস্যার সমাধান খুঁজতে আরামবাগ মহকুমা প্রশাসনের সঙ্গে বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এখান থেকে কোন ইতিবাচক সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে, আশাবাদী সকলে।