আরও পড়ুন: তৈরি হয়েছে কংক্রিটের নতুন জেটি, কিন্তু পাড়ের সঙ্গে সংযোগ নেই! এ যেন মাতালের আড্ডাখানা
এদিকে বাস চলাচল বন্ধ হলেও রয়েছে বাসস্ট্যান্ড। সেই বাসস্ট্যান্ড গুলি পরিণত হয়েছে সাইকেল গ্যারেজ ও ভবঘুরেদের আশ্রয়স্থলে। বজবজের চোরিয়াল মোড়ের পর থেকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে গেলে বজবজ পৌরসভার ৩টি ওয়ার্ড এবং পূজালি পৌরসভা এলাকার ছবিটা এমনই। এ নিয়ে পূজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস জানান,’ আমাদের সরকার আসার পরে পূজালিতে বাস চালু হয়েছিল, যাত্রীদের অভাবে সেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। সরকারের কাছে এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছে যাতে পুনরায় বাস পরিষেবা চালু করা যায়।’
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখন দেখার কবে চালু হয় এই বাস পরিষেবা।
নবাব মল্লিক