হলদিয়া থেকে মেচেদা রাজ্যসড়কের উপর দিয়ে যাচ্ছিল যাত্রিবোঝাই বাসটি। মাঝে মহিষাদলের আজড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে হঠাৎই চালক বুঝতে পারেন, বাসের কোথাও আগুন লেগেছে। বুঝতে পারার প্রায় সঙ্গে সঙ্গেই গোটা বাস সাদা ধোঁয়ায় ঢেকে যায়। বিপদ থেকে বাঁচতে পড়িমড়ি করে বাস থেকে নামতে শুরু করেন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসের বাইরে থাকা লোকজনও। খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়।
advertisement
আরও পড়ুন, বড়দিনের আনন্দে বড় কোপ! সঙ্গী খারাপ আবহাওয়া? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
আরও পড়ুন,দক্ষিণ আফ্রিকায় গ্য়াস ট্য়াঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু! দগ্ধ হয়ে রাস্তায় ছুটছেন মানুষ
শেষমেশ মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছয় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত মিলিয়ে বাসের আগুনে জল ঢালার ব্যবস্থা করে।
তবে, ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল, তা বুঝতে পারা যায়নি। প্রাথমিক ভাবে, যান্ত্রিক ত্রুটিকেই কারণ বলে মনে করা হচ্ছে। তবে অগ্নিদ্বগ্ধ চলন্ত বাস থেকে তাড়াতাড়ি করে সব বাসযাত্রী নেমে পড়ায়, বড় ধরনের কোনও বিপদ ঘটেনি বলে মনে করছে পুলিশ।