এরপরই বাস ইউনিয়ন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বাস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করার। ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ এবং কৃষ্ণনগর ট্রাফিক পুলিশ। কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের বাস ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে জানান হয়, প্রশাসনিকভাবে তারা কোনও রকম সহযোগিতা পাচ্ছে না।
আরও পড়ুন: বলিহারি বুদ্ধি! জঙ্গলে খাবার নেই, অভিযোগ জানাতে হাতি হাজির ‘আসল’ জায়গায়! অবাক সকলে
advertisement
পাশাপাশি নদিয়ার বাস মালিকদের আরও অভিযোগ, যে কোনও জায়গায় টোটো প্যাসেঞ্জার নিয়ে চলে যায় এতে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে বাস মালিকদের। সঠিক রোড সঠিক নিয়ম-শৃঙ্খলা অনুযায়ী টোটো চলার আবেদন জানায় তারা। দুপুর পর্যন্ত কোনও সুরাহা না হওয়াতেই আপাতত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস ইউনিয়ন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর এই বাস বন্ধ থাকার জেরেই বেজায় ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। যেহেতু কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বেশ কিছু রুটে ট্রেন চলাচল করে না তাদের প্রধান পরিবহনের মাধ্যমেই হল বাস। আর এই বাস বন্ধ হওয়ার ফলে বাধ্য হয়ে বহু নিত্যযাত্রীরা লরিতে করে ফিরছেন। তারা চান, দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং পুনরায় বাস পরিষেবা সচল হোক।