স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় রাঙামাটিতে একটি বাস দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা কামারপুকুরগামী আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসটির সামনের অংশে। দুটি বাসেই যাত্রী থাকায় কমবেশি বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হতভম্ব স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। আহতদের অনেককেই রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
গোঘাটে মুখোমুখি বাস দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী, উত্তপ্ত এলাকা
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। শুরু হয় যানচলাচল নিয়ন্ত্রণ ও তদন্তের কাজ। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাঙামাটি সংলগ্ন রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। তৈরি হয় তীব্র যানজট। পরে পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে দ্রুতগতিতে আসার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে সংঘর্ষ ঘটে। দুটি বাসই স্থানীয় রুটে চলাচলকারী হওয়ায় বেশিরভাগ যাত্রী ছিলেন কর্মজীবী ও সাধারণ যাত্রীরা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পিছনে কারও গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দু’টি বাসই আটক করা হয়েছে এবং চালকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আহতদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।
এই দুর্ঘটনা ফের একবার রাজ্যের রাস্তাঘাটে গাড়ি চলাচলের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। স্থানীয়দের দাবি, ওই এলাকায় অতিরিক্ত গতির বাস চলাচল প্রায় নিয়মিত ঘটনা। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।