হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরমুখী পুণ্যার্থীদের বাসটির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি কন্টেনার। ঘটনায় আহত হন কন্টেনারের চালক সহ ২৩ জন। আহতদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
এক পুণ্যার্থী জানান, বাংলাদেশের চট্টগ্রাম থেকে গত ২৯ অক্টোবর পবিত্রভূমি বুদ্ধগয়া দর্শনের জন্য ১১৭ জন পুণ্যার্থী রওনা দেন। এরপর বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পর দু’টি টুরিস্ট বাসে করে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বুদ্ধগয়া যাচ্ছিলেন। সেই সময় গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মুসুন্ডা এলাকায় তাঁদের একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারানো একটি কন্টেনার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনায় ২৩ জন কমবেশি গুরুতর আহত হন। জামালপুর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। কন্টেনারের চালক নিদ্রাচ্ছন্ন হয়ে পড়াতেই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুমান।






