পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ফলতার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুদা গ্রামে একটি বাগানের মধ্যে নির্জন এলাকায় দাউ দাউ করে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ কৌতূহল বশতই আগুনের কাছে এগিয়ে যান কয়েকজন৷ তখনই তাঁদের নজরে পড়ে, জ্বলন্ত খড়ের গাদার ভিতরে রয়েছে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ৷ সঙ্গে সঙ্গে ফলতা থানায় খবর দেন তাঁরা৷
advertisement
আরও পড়ুন: ঘিরে ধরে পর পর গুলি, খুন করে জ্যাকেট খুলে নিল হামলাকারীরা! সাতসকালে বাংলাদেশ সীমান্তের কাছে শ্যুটআউট
পুলিশ এসে মহিলার অগ্নিদগ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায়৷ পাশাপাশি অজ্ঞাতপরিচয় ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷
নির্জন এলাকায় কীভাবে জ্বলন্ত খড়ের গাদার মধ্যে ওই মহিলার দেহ এল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ মহিলাকে খুন করে দেহ লোপাটের উদ্দেশ্যে খড়ের গাদার মধ্যে ফেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ মহিলার দেহ সম্পূর্ণ রূপে পুড়ে যাওয়ায় তাঁর বয়সও অনুমান করতে সমস্যায় পড়েছে পুলিশ৷