সন্ধ্যেবেলা স্নাক্স মানেই তো চটপটে আর মুখরোচক নানা খাবার, সে সামুদ্রিক মাছ হোক কিংবা নিরামিষ কিংবা মাংসের বিভিন্ন আইটেম। এবার এসবই মিলবে একই ছাতার তলায়।
বর্ধমানে পুলিশ লাইনে মানিক দা দোকানে, তাও আবার ওজন দরে! এখানে আপনি পাবেন প্রায় ১৮ রকমের আইটেম, আর দাম শুরু মাত্র ৩০ টাকা কেজি থেকে।
advertisement
সন্ধে নামলেই মনটা একটু ‘চটপটে’ আর ‘মুখরোচক’ খাবারের জন্য খাইখাই করে? তা হলে আপনি চলে যেতে পারেন পুলিশ লাইনে মানিকদার দোকানে। এখানে পিস হিসেবে নয়, বরং ওজনে মিলবে আপনার পছন্দের প্রিয় সব ভাজা ভুজি। মাছ, মাংস থেকে শুরু করে নিরামিষাসীদের পছন্দের পনির, মাশরুম সবই হাজির একই ছাতার তলায়।
আরও পড়ুন- প্লেব্যাক থেকে বিরতি, এবার কি জিয়াগঞ্জের স্টুডিও থেকেই…,অরিজিতের পরের অধ্যায়ে বিরাট চমক
প্রায় ১৮ রকমের আইটেম পাবেন এখানে। আর দাম শুরু মাত্র ৩০ টাকা কেজি থেকে। দোকান খোলা থাকে বিকেল ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা বাড়ির জন্য পার্সেল, এই দোকানটি এখন বর্ধমানের নতুন হটস্পট!





