TRENDING:

Saraswati Puja 2023: তুঙ্গে থিমের লড়াই, সরস্বতীপুজো উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও মহিলা হস্টেলগুলিতে সাজো সাজো রব

Last Updated:

Saraswati Puja 2023: গত দু'বছর করোনার কারণে সেভাবে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়নি। এবার সেই অপ্রাপ্তি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে আবাসিকদের মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান : সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেজে উঠছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও মহিলা হস্টেলগুলিতে জাঁকজমক করে সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। প্রতিবারই এই ছাত্রাবাসগুলি একে অপরকে থিম ভাবনায় টেক্কা দিতে তৎপরতা থাকে। এ বারও তার ব্যতিক্রম নয়। জোর কদমে চলছে ছাত্রাবাস চত্বর ও মণ্ডপ সাজিয়ে তোলার প্রস্তুতি। গত দু'বছর করোনার কারণে সেভাবে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়নি। এবার সেই অপ্রাপ্তি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে আবাসিকদের মধ্যে।
সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেজে উঠছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেজে উঠছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
advertisement

বর্ধমানের গোলাপবাগ মোড় থেকে কৃষ্ণসায়র পার্ক পর্যন্ত রাস্তার দু'ধারে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাস। পাশের তারাবাগ ক্যাম্পাসে রয়েছে ছাত্রীদের হস্টেল। সরস্বতী পুজো এই হস্টেলগুলিতে উৎসবের রূপ নেয়। বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। এক এক হস্টেল এক এক রকম থিমের পুজোর আয়োজন করে।

আরও পড়ুন :  ১ জন ছাত্র এবং ১ জন শিক্ষক, তবুও রোজ চলে এই প্রাথমিক স্কুল

advertisement

নিবেদিতা ছাত্রী নিবাসের থিম ভারতীয় চিত্রকলায় সংস্কৃতি সমন্বয়। রাতের দিকে মণ্ডপে আলোর ব্যবহার হবে দেখার মতো। সরোজিনী হস্টেলের থিমে ফুটে উঠবে রেড ইন্ডিয়ানদের জীবনধারা। প্রীতিলতা হস্টেল চিত্রকলা দিয়ে মণ্ডপ সাজাচ্ছে। বিবেকানন্দ আবাসনের এ বার থিম মঙ্গলঘট। মঙ্গলময় পৃথিবীর ধারণা নিয়ে থিম তৈরি হয়েছে। যোগবিদ্যা ও শৈশবের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে মূর্তি। মোবাইলের ৫জি নেটওয়ার্কের ফলে প্রকৃতির কী ক্ষতি হচ্ছে, সেই বার্তাও দেওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুন :  ভাইয়ের সঙ্গে মোবাইল ফোন দেখা নিয়ে ঝগড়া, চরম পরিণতি বেছে নিল কিশোরী

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

চিত্তরঞ্জন হোস্টেলের থিম মুক্তি। আমরা অনেকেই বাড়িতে জীবজন্তু পুষি। কিন্তু প্রতিটি জীবেরই মুক্ত থাকার অধিকার রয়েছে। ছবির মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে। রবীন্দ্র ছাত্রাবাস অস্থির পরিবেশে শান্তির বাতাবরণ তৈরির বার্তা দিয়েছে মণ্ডপসজ্জায়। মানুষের ভয়, কষ্ট, চাওয়া-পাওয়া থেকে প্রার্থনার মাধ্যমে কী ভাবে মনে শান্তি আসে, তা বোঝাতেই এই থিম। নেতাজি ছাত্রাবাস জোর দিয়েছে প্লাস্টিকের পুনর্ব্যবহারে। প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরা হয়েছে। অরবিন্দ ছাত্রাবাসের সরস্বতী পুজোর থিম বর্ধমানের ঐতিহ্য। সরস্বতী পুজোয় ছাত্র-ছাত্রী নির্বিশেষে এক হোস্টেল থেকে অন্য হোস্টেলে প্রতিমা দর্শনে যেতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2023: তুঙ্গে থিমের লড়াই, সরস্বতীপুজো উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও মহিলা হস্টেলগুলিতে সাজো সাজো রব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল