TRENDING:

বর্ধমান স্টেশনে বিপর্যয়ের সময় আপনার নিকটকজন কেউ ছিলেন? জেনে নিন রেলের হেল্পলাইন নম্বর

Last Updated:

রেলের হেল্প লাইনগুলি হল, ০৩৩-২৬৪১১৬১, ০৩৩-২৬৪১৩৬৬০, ০৩৩-২৬৪০২২৪১, ০৩৩-২৬৪০২২৪২, ০৩৩-২৬৪০২২৪৩৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: বর্ধমান স্টেশনে মূল গেটের সামনের অনেকটা অংশ ভেঙে পড়েছে৷ এখনও পর্যন্ত যা খবর, ২ জন আহত হয়েছেন৷ তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ একের পর এক অংশ ভাঙতে শুরু করেছে৷ এ হেন অবস্থায় ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে আছে কি না, তার সন্ধানে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ৷ ট্রেন চলাচল আপাতত ব্যহত বর্ধমান স্টেশনে৷ ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করল রেল৷
advertisement

বর্ধমান স্টেশনের বিপর্যয়ের পরেই হেল্পলাইন চালু করেছে রেল৷ ভাঙার মুহূর্তে অনেক যাত্রী ছিলেন বর্ধমান স্টেশনে৷ আপনার আত্মীয় বন্ধু-বান্ধব বর্ধমান স্টেশনে সেই সময়ে কি ছিলেন? থাকলে তিনি অক্ষত কি না, তা জানতে হেল্পলাইন চালু করেছে রেল৷ বন্ধ করে দেওয়া হয়েছে ১ নম্বর প্ল্যাটফর্ম৷

রেলের হেল্প লাইনগুলি হল, ০৩৩-২৬৪১১৬১, ০৩৩-২৬৪১৩৬৬০, ০৩৩-২৬৪০২২৪১, ০৩৩-২৬৪০২২৪২, ০৩৩-২৬৪০২২৪৩৷ এ দিকে বর্ধমান স্টেশনের বিপর্যয়ের পরেই রেলের গাফিলতির অভিযোগ তুলে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ তাঁর কটাক্ষ, 'রেলের রক্ষণাবেক্ষণ করছে না কেন্দ্র৷ বুলেট ট্রেনের গল্প শোনাচ্ছে৷ রেলের হাতে টাকা নেই৷ নিউ ইন্ডিয়ার এই নমুনা৷ পুরনো সেতুরও রক্ষণাবেক্ষণ নেই৷ রেল, সাধারণ বাজেট মিশে গিয়েছে৷ রেল বিক্রি করার পরিকল্পনা করছে৷ রেল এ বার ব্যক্তিগত সম্পত্তি হবে৷'

advertisement

আরও একটি অংশ ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনের৷ সব মিলিয়ে ঘটনাটি বড় আকার নিচ্ছে৷ ধাপে ধাপে ভেঙে পড়ছে একের পর এক অংশ৷ প্রথমে রাত ৮টা ১৯ মিনিটে ভেঙে পড়ে বর্ধমান স্টশেনর মূল ফটকের একটি বড় অংশ৷ ৯টা ৩২মিনিটে আরও একটি অংশ ভেঙে পড়ে৷ স্টেশনে ঢোকার মুখেই সামনে একটি বড় অংশ ভেঙে পড়ে রাত ৮টা ১৯ মিনিটে নাগাদ৷ বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনের মধ্যে৷ ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ ধ্বংসস্তূপের মধ্যে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা এখনও বোঝা যাচ্ছে না৷ হাওড়ার ডিআরএম ইশা খান স্বীকার করেছেন, গোটা ঘটনার দায় রেলের৷ আতঙ্কে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন ঘটনাস্থলে৷

advertisement

আরও ভিডিও: যে মুহূর্তে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের প্রবেশদ্বার, দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান স্টেশনে বিপর্যয়ের সময় আপনার নিকটকজন কেউ ছিলেন? জেনে নিন রেলের হেল্পলাইন নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল