১০০ বছরের প্রাচীন বর্ধমান স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে বেশ কিছুদিন ধরেই৷ রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশনের মূল ফটকের একটি বড় অংশ ভেঙে পড়ে৷ বর্ধমান স্টেশনে ঢুকতে পারছেন না বহু যাত্রী৷ সামনের গেট পুরো বন্ধ৷ আরেকটি গেট দিয়ে যাত্রীদের বের করা হচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা৷ এলাকা পুরো ঘিরে রেখেছে পুলিশ৷ হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, একজন আহত হয়েছেন৷ যদিও বেসরকারি সূত্রের খবর, আহত হয়েছেন ৫ জন৷ আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷
advertisement
বর্ধমান স্টেশনের বাকি বিল্ডিংয়েও ফাটল দেখা দিয়েছে৷ গোটা বিল্ডিং অনেকটা বেঁকে গিয়েছে৷ ট্রেন চলাচল ধীরে হচ্ছে৷ বাকি বাল্ডিংটিও ভেঙে পড়তে পারে যে কোনও মুহূর্তে, আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন বর্ধমান স্টেশনের বাইরে৷ ঘটনাস্থলে কাজ করছে দমকল৷ স্টেশনের সামনের বিল্ডিংটি বেশ নড়বড়ে হয়ে গিয়েছে৷ ফলে গোটা এলাকা ফাঁকা করে দিয়েছে পুলিশ৷
বর্ধমান স্টেশন চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে৷ স্টেশনের বাইরে প্রায় ১০-১৫ হাজার মানুষ জড়ো হয়েছেন৷ যদিও হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷