বিয়ে মানেই ফুল দিয়ে সাজানো অনুষ্ঠান বাড়ি। সানাইয়ের সুর। সেজেগুজে সেই অনুষ্ঠান বাড়িতে যোগদান সকলের। কিন্তু সেই বৌভাতেই রক্তদান শিবিরের আয়োজন করল পূর্বস্থলীর উত্তর শ্রীরামপুরের একটি পরিবার। সেই শিবিরে ২৯ জন রক্তদান করেন।
advertisement
আগে থেকেই ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল নব দম্পতি। সেইমতো সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। এক এক করে রক্ত সংগ্রহ করলেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নব দম্পতি সৈকত কর ও সায়নী কর নিজেদের বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে অন্য কিছু করার পরিকল্পনা নিয়েছিলেন। অনেক ভাবনা চিন্তার পর রক্তদান শিবির করার সিদ্ধান্ত নেন তাঁরা। শুধু রক্তদান শিবিরই নয়, রক্তদাতাদের একটি করে চারা গাছ উপহার দেন তাঁরা। এই বিশেষ বিয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণি সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন সাধারণত বিয়ে বাড়িতে এমন উদ্যোগ দেখা যায় না। ওই দম্পতির কাজ অন্যদেরও এই ধরনের ভাল কিছু করার ক্ষেত্রে উৎসাহিত করবে।
নব দম্পতি বলেন, রক্তের জন্য অনেককেই সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা অনেকেই যদি রক্তদান করার ব্যাপারে এগিয়ে আসি তাহলে মুমূর্ষু অনেকের প্রাণ বাঁচতে পারবে। রক্তদানের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং এ ব্যাপারে ভীতি কমাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সবুজ বাড়ানোর লক্ষ্যেই গাছের চারা উপহার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়।