আরও পড়ুন: আনিসের মৃত্যু তদন্তে DSP পদমর্যাদার আধিকারিক, নির্দেশ DG-র, কী উঠে এল ময়না তদন্ত রিপোর্টে?
বর্ধমানের (Burdwan News) ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, "সিপিএমকে বলব সব জায়গায় নিজেদের ট্যাগ লাগিয়ে রাজনীতি করবেন না। বর্ধমানে তৃনমূল প্রার্থীদের সমর্থনে রোড শো করেন সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় (Satabdi Roy)। বর্ধমানের ২২ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি।
advertisement
হুড খোলা গাড়িতে প্রচারে দেখা যায় শতাব্দী রায়কে। সঙ্গে ছিলেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ু ভগৎ ও বর্ধমান দক্ষিণের (Burdwan News) বিধায়ক খোকন দাস। অভিনেত্রীকে দেখতে দুপুর থেকেই রাস্তায় ছিল বহু উৎসাহী মানুষের ভিড়।
আরও পড়ুন: প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল
অন্যদিকে এদিন সকালে বর্ধমানে (Bardhaman) হেঁটে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমান শহরের বীরহাটা থেকে মিছিল শুরু হয় দিলীপ ঘোষের নেতৃত্বে। পরে বর্ধমানের (bardhaman) রানিগঞ্জ বাজার মোড়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্র করেন তিনি। সেখানে জেলা নেতাদের পাশাপাশি দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।