TRENDING:

দীর্ঘদিনের দৃশ্য-দূষণের অবসান, বর্ধমান মেডিক্যালকে শববাহী যান দিল পুরসভা

Last Updated:

অবশেষে মিলতে চলেছে সুরাহা। অবসান হতে চলেছে মৃতদেহ নিয়ে যাওয়ার প্রাচীন পদ্ধতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: অবশেষে মিলতে চলেছে সুরাহা। অবসান হতে চলেছে মৃতদেহ নিয়ে যাওয়ার প্রাচীন পদ্ধতি। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে শবদেহ বহনের গাড়ি দিল বর্ধমান পৌরসভা। এতদিন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গ থেকে খোলা ভ্যানেই মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হত। বর্ধমান পৌরসভা শববাহী গাড়ি দেওয়ায় সেই পদ্ধতির অবসান ঘটল।
advertisement

বর্ধমান পৌরসভার উদ্যোগে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শবদেহ গাড়ি প্রদান করা হল। কিছুদিন আগেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বর্ধমান পৌরসভা একটি শবদেহ গাড়ি প্রদান করবে।

এতদিন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে-সব মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হত, সেগুলি যেত একটি খোলা ভ্যানে। প্রতিদিনই দৃশ্য দূষণ ঘটাত। তাছাড়া খোলা ভ্যানে একাধিক মৃতদেহ গাদাগাদি করে নিয়ে যাওয়া মানবিক দৃষ্টিভঙ্গিতেও অনুচিত ছিল।তাই রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই শবদেহ গাড়ি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

advertisement

বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, '' রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, বর্ধমান পৌরসভা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে এই গাড়ি দেবে। খোলা ভ্যানে মৃতদেহ  নিয়ে যাওয়া খুব লজ্জাজনক ব্যাপার। তাই আগে একটি শববাহী গাড়ি দেওয়া হয়েছিল এবং শনিবার আরেকটি শববাহী গাড়ি দেওয়া হল। দিন ১৫ পর আবার একটি শবদেহ গাড়ি দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, '' শবদেহ বহন করা দীর্ঘদিনের একটা সমস্যা ছিল। বর্ধমান পৌরসভা এগিয়ে এসে সেই সমস্যার সমাধান করল। শুধু মৃতদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যাই নয়, মৃতদেহ পরিবহণের জন্য মৃতের আত্মীয়দের কাছ থেকে মোটা টাকা দাবি করা হত বলেও বারে বারে অভিযোগ উঠেছে। এবার সেই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।''

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দীর্ঘদিনের দৃশ্য-দূষণের অবসান, বর্ধমান মেডিক্যালকে শববাহী যান দিল পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল