TRENDING:

'দালাল হইতে সাবধান!' বর্ধমান মেডিক্যালের বাইরে লাগল পোস্টার

Last Updated:

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যে দালাল চক্রের রমরমা চলছে তা এক প্রকার মেনেই নিচ্ছে এই হাসপাতাল কর্তৃপক্ষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে কেউ বা কারা টাকা চাইছে,  অতঃপর দালাল চক্র থেকে সাবধান! বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যে দালাল চক্রের রমরমা চলছে তা এক প্রকার মেনেই নিচ্ছে এই হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু মেনে নেওয়া নয়, 'দালাল হইতে সাবধান' পোস্টারও লাগানো হয়েছে হাসপাতালের ব্লাড ব্যাংক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সামনে। রোগীদের সচেতন করতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে তা ঘোষণাও করা হচ্ছে নিয়মিত।
advertisement

দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ হাসপাতাল বর্ধমান মেডিক্যাল। শুধু পূর্ব বর্ধমান জেলা নয়,  পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের  একটা বড় অংশের বাসিন্দা এই হাসপাতালের ওপর নির্ভরশীল। রোগী আসে বিহার ঝাড়খণ্ড থেকেও। সব সময় রোগীর ভিড়ে ঠাঁসা হাসপাতাল। আর সেই সুযোগে হাসপাতালে ঘাঁটি গেড়েছে দালাল চক্র। হাসপাতালের আউটডোরে টিকিট কেটে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে বেড পাইয়ে দেওয়া... সবেতেই সক্রিয় দালালরা। অভিযোগ, দালালদের উপযুক্ত দক্ষিণা না দিলে রক্ত পরীক্ষা থেকে এক্স-রে... কোনও কিছুরই ডেট মেলেনা। দিনের পর দিন ঘুরে ঘুরে রোগীর অবস্থা আরও কাহিল হয়ে পড়ে। অভিযোগ, সঠিক দালাল না ধরতে পারলে এই হাসপাতালে ভর্তি হওয়াও ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়।

advertisement

রোগীর আত্মীয়দের অভিযোগ, এই দালালদের সঙ্গে এক শ্রেণীর কর্মী ও চিকিৎসকেরও যোগ সাজশ রয়েছে। এই হাসপাতালের ব্লাড ব্যাংকে দালাল চক্র সক্রিয় থাকার অভিযোগ বরাবরের। এত নিরাপত্তারক্ষী, এতো সি সি টিভি ক্যামেরা থাকা সত্ত্বেও দালালদের কেন চিহ্নিত করা যাচ্ছে না ? এই প্রশ্নই তুলছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর চাপের সুযোগ নিচ্ছে দালালরা এই অভিযোগ আমরা পেয়েছি। হাসপাতালে পরিষেবা পেতে যে বাড়তি টাকা লাগে না তা জানানোর পাশাপাশি দালালদের চিহ্নিত করতেই প্রচার চালানো হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

 Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'দালাল হইতে সাবধান!' বর্ধমান মেডিক্যালের বাইরে লাগল পোস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল