পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম অভিজিৎ চক্রবর্তী। বর্ধমান থানার রায়ান গ্রামের দক্ষিণপাড়ায় তার বাড়ি। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৪ ফেব্রুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।
আরও পড়ুন: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা
বর্ধমান থানার আলুডাঙার বাসিন্দা টুম্পা দাস বলেন, 'বৃহস্পতিবার সকালে আমি বোনঝিকে তার শ্বশুরবাড়িতে দিতে যাই। গিয়ে দেখি একটি ঘরে তিন অবিবাহিত মহিলার সঙ্গে রয়েছে অভিজিৎ। বোনঝি তার প্রতিবাদ করে। তার জন্য তাকে মারধর করা হয়। ঘরের আলমারি খুলে সে দেখে, আলমারি থেকে তার সব জিনিসপত্র উধাও হয়ে গিয়েছে। এনিয়ে জানতে গেলে বাটখারা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। বোনঝিকে বাঁচাতে গেলে আমাকেও মাটিতে ফেলে মারধর করা হয়।'
advertisement
আরও পড়ুন: মমতার কবিতা পাঠ করলেন শুভেন্দু! নামেই 'সম্মান', কবির নামও নিলেন না বিরোধী দলনেতা
এরপরই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টুম্পা দাস নামে ওই মহিলা। সেই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিজিতকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে ধৃতের স্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা বলা হচ্ছে। ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। তাঁরা বলছেন, কোনও বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতেই পারে। তার পরিণতি যে এতটা হতে পারে তা ভাবা যায়নি।
