প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনার সংক্রমণ ঠেকাতে লক ডাউনই পথ। দেখা গিয়েছে লক ডাউন শুরু হওয়ার পর করোনা ভাইরাসের সংক্রমণের হার নিম্নমুখী। এক জায়গা থেকে বাসিন্দারা এখন যাতে অন্যত্র যেতে না পারে তা নিশ্চিত করতে রাজ্য ও জেলার সীমানা সিল করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। রবিবার সন্ধে থেকেই বর্ধমানে ঢোকার মুখগুলিতে শুরু হয়েছে পুলিশি নজরদারি। আলিশা বাসস্ট্যান্ড অস্হায়ী ক্যাম্প তৈরি করে দিনে রাতে সর্বক্ষণ নজর দারি চালানো হচ্ছে।
advertisement
শহরের বাইরে থেকে অনেকেই আসছেন ওষুধ কেনার প্রয়োজনে। তাদের কাছ থেকে প্রেসক্রিবশন সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছে। অন্য জেলার অনেকে স্হানীয় প্রশাসনের অনুমতি পত্র নিয়ে রাস্তায় নেমেছেন। অনেকে বর্ধমান শহরের বাসিন্দা বলে পরিচয় দিচ্ছেন। তাঁদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড বা যে কোনও পরিচয় পত্র দেখতে চাওয়া হচ্ছে। দাঁড় করিয়ে নজরদারি চালানো হচ্ছে অ্যাম্বুলান্সেও। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের সীমানার পাশাপাশি শহরের ভেতরেও অভিযান চলছে। অনেকে সকাল সন্ধে ঘরের বাইরে বেরিয়ে আসছেন। তাদের বুঝিয়ে বাড়িতে ঢোকানো হচ্ছে।