এদিন প্রধানমন্ত্রীর ১০৩ তম ‘মন কি বাত’ পর্বে নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দীনবন্ধুপুর লকগেটে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কর্মীদের সঙ্গে উপস্থিত হন। সেখানে তিনি মন কি বাত অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর ভাষণ শুনেন দলীয় নেতাকর্মীদের নিয়ে। আর এই মন কি বাত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেন।
advertisement
আরও পড়ুন – North 24 Parganas News: মর্মান্তিক, হঠাৎ একটা বীভৎস আওয়াজ, ৯ বছরের বালক যে অবস্থায় মিলল
শুভেন্দু অধিকারী বলেন, ‘ আমি আমার নিজের পরিচিত ডাক্তারদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের লোকজন ও ডাক্তাররা কি বলছেন সেটাই মূল্য বিষয়। তিনি সুস্থ হয়ে উঠুন।’
আরও পড়ুন – Train News: জানেন কি সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটা, ভারতের সবচেয়ে পুরনোর থেকেও প্রাচীন
প্রসঙ্গত রাজ্য রাজনীতিতে বাম জমানার পরিবর্তনের শুরু হয়েছিল এই নন্দীগ্রামের জমি আন্দোলনের থেকেই। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী নেতৃত্বেই নন্দীগ্রামের জমি আন্দোলন সংগঠিত হয়। আর নন্দীগ্রামের এই জমি আন্দোলন রাজ্যে পালাবদল হয়। ৩৪ বছরের বাম শাসন সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বর্তমান শাসক দল তৃণমূল। নন্দীগ্রামে জমি আন্দোলনের মূল শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূল কংগ্রেস ছিলেন। বর্তমানে তিনি বিজেপির টিকিটের নির্বাচিত বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা।
Saikat Shee