মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ দুই ব্লকের ফিরোজপুর গ্রামে বিএসএফের অভিযানে উদ্ধার হল চারটি সোনার বিস্কুট। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে তোতা শেখ নামে এক যুবক। তার বাড়ি ফিরোজপুর গ্রামেই। জানা গিয়েছে, হ্যান্ডওভার করার আগেই তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী।
আরও পড়ুন: মৃত বোনকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি দিদির! রেললাইন পার করতে গিয়ে যা হল শিউরে উঠবেন
advertisement
বিএসএফ সূত্রে জানা যায়, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি সোনার বিস্কুটের মোট ওজন ৪৬২ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ৫৫ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে অনুমান, সোনাগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। ধৃত এবং উদ্ধার হওয়া সোনাকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও শুল্ক দফতর। সোনা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভারত সরকারের শুল্ক বিভাগের বিশেষ আইনজীবী অঙ্কিত মুখার্জি জানিয়েছেন, ধৃতের থেকে ৫৫ লক্ষ টাকার সোনা ছাড়াও মোটরবাইক এবং ভারতীয় সিম কার্ড উদ্ধার করা হয়েছে। বিএসএফ শুল্ক বিভাগের হাতে ওই অভিযুক্তকে তুলে দিয়েছে। তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
