এরপরেই উদ্ধার করা হয় ওই সোনা। জানা গিয়েছে উদ্ধার হয় ২২ টি সোনার বিস্কুট, আটটি সোনার ইট। যার ওজন প্রায় ছয় কেজি এবং আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। উদ্ধার করে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়রের অধীনে বিজয়পুর বর্ডার ফাঁড়ির ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা।
advertisement
সূত্রের খবর, সীমান্তের ওপার থেকে বাঁশ বাগানের মধ্যে দিয়ে এক ব্যক্তিকে সাইকেলে করে আসতে দেখেন বিএসএফের এক জওয়ান। ওই ব্যক্তির গতিবিধি দেখে জওয়ানের সন্দেহ হয় এবং তার তল্লাশির জন্য পথ আটকায় সে। তখনই ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে। তল্লাশি করতেই ওই জওয়ান দেখতে পায় ওই ব্যক্তির কোমরে গোজা রয়েছে শক্ত ভারী কিছু জিনিস। এর পরেই ওই ব্যক্তি অতর্কিতে জওয়ানের উপরে হামলা চালায়। নিজের আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় ওই জওয়ান। অল্পের জন্য বেঁচে যায় ওই দুষ্কৃতি, এরপরেই সোনা ফেলে রেখে চম্পট দেয় সে।
Mainak Debnath