এমন উৎসব প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের স্ত্রী পূর্ণিমা ভট্টাচার্য বলেন, এতদিন চাকরি করার পরে সুস্থভাবে ঘরে ফিরে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। প্রথমদিকে অসুবিধা হত, তবে যেহেতু দেশের জন্য কাজ করছে তাই আমাদেরও স্যাক্রিফাইস করতে হয়েছে।
সদ্য অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্য কাটোয়া-২ ব্লকের গাজিপুর অগ্রদ্বীপের বাসিন্দা। তিনি ত্রিপুরার পানিসাগর এলাকায় বিএসএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন তিনি মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কর্তব্য পালন করেছেন। বাড়ি ফিরে আসতেই অভিনব অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় শিবশঙ্করবাবুকে।
advertisement
আরও পড়ুন: তীব্র গরমের মধ্যেই মাঠ কাঁপাল ‘ওঁরা’, পুরোটা জানলে….
এই প্রসঙ্গে শিবশঙ্কর ভট্টাচার্য বলেন, বিএসএফ আমাকে অনেক কিছু দিয়েছে। একসময় অভাবের সংসার ছিল, কিন্তু এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছি। আমার মায়ের সাপোর্টে আমার এই চাকরি হয়েছিল। মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন। আমি বাড়ি ফিরে আসায় পরিবারে তরফে যে আয়োজন করা হয়েছে এতে অনেক খুশি হয়েছি।
অবসরপ্রাপ্ত জওয়ানের বাড়ি ফিরে আসাকে কেন্দ্র করে যে উৎসবের আয়োজন করা হয়েছিল তা সত্যিই প্রশংসনীয়। সচরাচর এই ধরনের উদ্যোগ দেখা যায়না। এদিনের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন পরিবারের লোকজন সহ এলাকার বহু মানুষ। দেশ রক্ষার কাজে নিযুক্ত থেকে অবশেষে সুস্থভাবে বাড়ি ফিরে আসায় খুশি এবং গর্বিত হয়েছেন সকলেই।
বনোয়ারীলাল চৌধুরী